আমাদের কথা খুঁজে নিন

   

এই যদি হয বাংলাদেশের চাকরীর অবস্থা!!!!!!!!!!!!!!!!!!!

গতকাল বাসার াফিস থেকে ফিরে বাসায় একটা প্রবেশপত্র পেলাম। প্রবেশপত্রে ৫ বছর আগের পুরোনো ছবি দেখে ভাবলাম এতো ানেক আগের প্রবেশপত্র আর এই ভেবেই তা দুমড়ে মুচরে ফেলে দিলাম। ঠিক তখনই বাসার কাজের মেয়ে এসে জানাল পিওন আজ -ই এই কাগজটা দিয়ে গেছে। শুনে একটু চমকে গেলাম-আজ দিয়ে গেছে!!!!!!!!!! দুমড়ে মুচরে যাওয়া কাগজটি আবার হাতে তুলে দেখলাম প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় এর সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, যে পোষ্টের জন্য আজ থেকে ৫/৬ বছর আগে আবেদন রেছলাম তার প্রবেশপত্র পেলাম আজ। তাহলে এতোদিন ৗই পোস্ট খালি ছিলো? না তা অবশ্যই নয়। কেন এই চাকরী দেবার প্রহসন?আমি জানি না এর উত্তর বাংলাদেশে কখনই মিলবে না।খুব ইচ্ছে হয়েছিলো একবার মন্ত্রনালয়ে গিয়ে প্রশ্ন করি এইসব আই ওয়াশ কাদের জন্য????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।