আমাদের কথা খুঁজে নিন

   

“মা” শব্দটির কোন অর্থ নেই।

“মা” শব্দটির কোন অর্থ নেই। মাতা , জননী , জন্মদাত্রী । সত্যিকারঅর্থে “মা” সেই, যে নিঃস্বার্থ ভাবে, প্রতিদানের আশা ছাড়াই সন্তানের জন্য নিবেদিত প্রাণ। → ছবিতে দেখুন। ।

মায়ের বয়স ৯৭ বছর এবং ছেলের বয়স ৬০ বছর। ছেলে একজন প্যারালাইজড রোগী। এই প্যারালাইজড অসুস্থ ছেলেকে ১৯ বছর ধরে সেবা করছে তার ৯৭ বয়সী মা। “মা” মা'ই। দেশ, কাল , উর্ধে শুধুই তারা “মা”।

এই “মা” ও সন্তান চীনের অধিবাসী। আপনার পিতা- মাতার প্রতি কৃতজ্ঞ থাকুন। জন্মের পর থেকে তাদের স্বার্থহীন ভালোবাসা কে সম্মান দিন। → ছবিটি আপনার হৃদয় ছুয়ে গেলে, এমন ভালোবাসার উদারহন আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে "Share" করুন। ধন্যবাদ — ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।