আমাদের কথা খুঁজে নিন

   

রম্য-ডাবলু দেবদূতের "গুম হওয়া"।

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নামের একটি ব-দ্বীপের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো হাবলু আর ডাবলু নামের দুই দেবদূত। গডের নির্দেশ,কড়া একটা টহল দিতে হবে। তারপর আবার রিপোর্ট করতে হবে! ওরে ডাবলু,হাবলু হঠাৎ বলে উঠলো। হু,বল। পাশে উড়তে থাকা ডাবলু উত্তর দিল।

কি সুন্দর স্বর্গে শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম,বলা-কওয়া নাই, হাইকম্যান্ড হঠাৎ করে এদিকে পাঠালেন কেন রে? সে কিরে হাবলু!তুই দূত পরিক্রমাও পড়িস না!পড়বি কি করে?সারাদিন তো দেবদূতীনিদের পিছনে লাইন মারিস!বলি,আমার সাথে চল স্বর্গের লাইব্রেরীতে। না,জনাব কথা শুনবেন না। বিরক্ত হয়ে ডাবলু বলে উঠলো। ধুর ছাই,বকেই যাচ্ছিস। আরে বাবা,কারণটা বললেই তো ল্যাঠা চুকে যায়।

রেগে ডাবলু বলল। আচ্ছা শুন। ইদানীং নাকি বাংলাদেশে "গুম" বেড়ে যাচ্ছে । এটা তদন্ত করার জন্যই আমাদের পাঠানো। তা আমরা কিভাবে তদন্ত করবো?হাবলু জিজ্ঞেস করল।

তুই কিছু করবি না। আকাশ থেকে চেয়ে দেখবি। আর আমি সাধারণ মানুষের ছদ্মবেশে নিচে রাস্তায় নামবো। পরিস্তিতি বুঝার চেষ্টা করবো। ও।

তাই বল। বিজ্ঞের মতো মাথা দুলালো হাবলু। হ্যাঁ। আর কিছক্ষণ পড়েই গভীর রাত হবে। তখনই আমি নামবো।

গোটা ঢাকা জুড়ে তিন চার বার টহল দেওয়ার পর যখন গভীর রাত নামলো,ডাবলু দেবদূত মানুষের ছদ্মবেশে নিচে নামলো। ফার্মগেট এলাকা। সুনসান নীরবতা। ডাবলু দেবদুত মধ্যবয়সী এক ভদ্রলোকের ছদ্মবেশে নিচে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরপর আইনরক্ষাকারী বাহিনীর গাড়ি যাচ্ছে।

আকাশে ভাসমান চেয়ারে বসে হাবলু ড্যাবড্যাব চোখে ডাবলুর কর্মকাণ্ড দেখছে। নাহ। অনেকক্ষণ ধরে কিছু হচ্ছে না। হাবলু চিন্তা করলো স্বর্গের সবচেয়ে সুন্দরী দেবদূতীনি কে একটা টেলিপ্যাথি মেসেজ পাঠাবে। এমন সময় দেখল,হন্টনরত ডাবলুর সামনে থামলো একটা গাড়ি।

হাবলু তার জ্বলজ্বলে চোখে দেখলো,কালো পোশাক পড়া কয়েকজন লোক ডাবলুর চারপাশে। একজন আগ বাড়িয়ে ডাবলুকে চড় মারলো। তারপর কয়েকজন পিছমোড়া করে তাকে গাড়িতে তুলল। চোখের পলকেই গাড়ি চলতে শুরু করলো। ঘটনার একপর্যায়ে আমরা দেখবো,স্বর্গে নিজ সিংহাসনে বসে আছেন গড।

তাঁর হাঁটু জড়িয়ে কাঁদছে হাবলু হ্যা,হুজুর। ডাবলুকে ওরা ধরে নিয়ে গেছে। বেচারা ডাবলু তখন মানুষের ছদ্মবেশে ছিল। ও ভুলেই গিয়েছিলো যে,একবার মানুষের ছদ্মবেশ নিলে ৪৮ ঘণ্টা দেবদূত শক্তির প্রয়োগ করা যায় না!বেচারার কি হল?হুজুর। ডুকরে কেঁদে উঠলো হাবলু।

গড মৃদু হেসে বললেন, কি আর হবে! ডাবলু বঙ্গ-দেশে "গুম" হল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।