আমাদের কথা খুঁজে নিন

   

তিন গোয়েন্দা কে হত্যা করল শামছুদ্দিন নওয়াব

http://www.facebook.com/dusta.chele1 তিন গোয়েন্দার সাথে আমার পরিচয় হয় ১৯৯৯ সালে ক্লাস ফাইভে পড়ার সময় । প্রথম পড়া বইটা ছিল ভলিউম ১৬ । এখন ও স্পষ্ট মনে আছে দক্ষিনের দ্বীপ গল্পটা । আমরা কয়েক জন সহপাঠি মিলে তিনগোয়েন্দা পাঠক ফোরাম নামের একটা সংঘটন তৈরি করছিলাম । আমাদের সংঘটনটার কাজ ছিল নিজেদের তিন গোয়েন্দা বইগুলো এক্সচেইনজ করে পড়া ।

মহল্লায় কোন চুরি,ডাকাতি,ছিনতাই কিছু হলে গোয়েন্দাগিরি করে বের করার চেষ্টা করতাম । যদিও কখনও সফলতার মুখ দেখি নাই । ২০০৫ সালে এসএসসি পরিক্ষার আগ পর্যন্ত আমাদের তিন গোয়েন্দা পড় অব্যাহত থাকে । ততদিনে পড়া হয়ে যায় ভলিউম ১ থেকে ভলিউম ৬৩ পর্যন্ত। কলেজে ওঠার পর পড়াশুলার চাপে আর তিন গোয়েন্দা পড়া হয়ে উঠে নি ।

আমাদের সময় তিন গোয়েন্দা লিখত বিখ্যাত লেখক রকিব হাসান । গত কাল বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম । বোনের মেয়েটার কাছে তিন গোয়েন্দা ভলিউম ১১৩ দেখে পুরোনো অভ্যাস বসত পড়তে শুরু করলাম । কিছুক্ষন পড়ার পড় মনে হল রকিব হাসানের তিন গোয়েন্দাকে হত্যা করেছে শামছুদ্দিন নওয়াব । লেখার মান এতটা নিচু হয় কিভাবে ।

কোথার রকিব হাসান আর কোথায় আপনি । শামছুদ্দিন আপনি কিভাবে কিশোর রবিন মুসা চরিত্র গুলোকে পানশে বানিয়ে দিলেন ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।