আমাদের কথা খুঁজে নিন

   

এস এম এস বন্যায় ভাসছে বাংলাদশে

ঘুম অনেক প্রিয় সম্প্রতি মোবাইল অপারটরে জিপি থেকে পাওয়া ফ্রি ৫০০ এস এম এস এর জোয়ারে ভাসছে বাংলাদশ।বিশেষ করে তরুণ-তরুণীদের এস এম এস লিখতে ও পড়তে যে সময় অপচয় হচ্ছে তাতে একটি দেশ ৫০০ বছর পিছিয়ে থাকার কারণ হিসাবে যথেষ্ঠ। যা হোক উপকার যে একবোরে হচ্ছে না তা নয়, বরং এতে করে সোনার ছেলে-মেয়েদের মেধা ও মননরে চরম বিকাশেরও একটা সম্ভাবনা দেখা দেয়িছে.............তারা দিন রাত মাথা খাটিয়ে নানা ধরনের উদ্ভট, অলৌকিক, হাস্যকর, বিরক্তিকর মেসেজ প্রনেতা হিসাবে নেজেকে প্রতিস্ঠিত করার সুযোগ পাচ্ছে। যদিও তারা পুরুষ্কার পাওযার যোগ্য তবুও আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ণ করতে পারছি না। আমরা নোবলে কমিটির কাছে জোর দাবি জানাচ্ছি তারা যনে এই এস এম এস ক্যাটাগড়িতে নোবেল দেওয়ার ব্যবস্থা করেন...ে...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।