ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ গত সপ্তাহ আর এই এই দু দিনের হরতালে কি হাসিল হল? ইলিয়াস আলী কে উদ্ধার করা সম্ভব হয়েছে? তবে কেন এই সংঘাতের রাজনীতি? বরং যারা এই অপহরণ ঘটনায় জড়িত তাঁরা আড়ালেই চলে যাচ্ছে। বিএনপির উচিৎ সরকার আর নিরাপত্তা বাহিনীকে প্রেসারে রেখে তাকে উদ্ধারের চেষ্টা করা, সহযোগিতা করা। সেটা না করে ইলিয়াস আলীর ঘটনাকে পুঁজি করে বিএনপি স্বার্থচরিতার্থ করার জন্য রাজনীতি করছে বলে আমি মনে করি। ইলিয়াস আলীকে উদ্ধারের কোন প্রচেষ্টা বিএনপির আছে বলে আমি মনে করি না। আর সরকারী দলের সদস্যগণ মাইক পেয়ে বা মিডিয়ার ক্যামেরা পেয়ে যে সব মন্তব্য করছেন সত্যি তা অমানবিক। একটা রাজনীতিবিদ রাজপথ থেকে রাতের আঁধারে উধাও হয়ে গেল, তাকে ট্রেস করার দায়িত্ব সকারের। এতো নামি (!!) এক ব্যাক্তির গুম রহস্য ভেদ করার পথ খুজে পাওয়া যাচ্ছে না, সেখানে সাধারন গোছের মানুষ গুম হলে তো সে নিয়ে কেও মাথাই ঘামাবে না। (মাথা যে ঘামায় না, তাঁর ভূরি ভুরি উদহারণ আছে।) হয়তো প্রশাসন বলবে, ' ক'দিন অপেক্ষা করুন,পদ্মার পারে ঠিক আপনার প্রিয় মানুষের লাশটি ভেসে উঠবে। ততদিন যে আপনাকে অপেক্ষা করতেই হবে ভাই...!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।