আমাদের কথা খুঁজে নিন

   

"বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়, , ,

মায়াসঃ বরং দ্বিমত হও, আস্থা রাখ দুই নম্বর বিদ্যায়, ,   মনীষীঃ দুই নম্বর বিদ্যা নহে ইহা দ্বিতীয় বিদ্যা,   মায়াসঃ ঐ একই কথা বেবি,   মনীষীঃ চোপ ছুড়ি, একই কথা কেমনে হইবে শুনি??   মায়াসঃ আমি দ্বিমত পোষন করছি।   মনীষীঃ ওরে হতভাগী, দুর হ! যেদিন 'দুই আর 'দ্বিতীয় এর পার্থক্য বুঝিবি সেদিন আসিবি এই মহাগুরুর পানে জ্ঞানের সন্দ্বানে. . .   মায়াসঃ আমি যাব না:'(   মনীষীঃ তবে এক খান গান শুনা, ,   মায়াসঃ বরং দ্বিমত হও, কিন্তু আস্থা হারিও না এক নম্বর বিদ্যায়   বরং বিক্ষত কর প্রশ্নের পাথরে,   বরং বুদ্বির নখে শান দাও,   বরং জ্ঞান-প্রজ্ঞার ধারালো এক তরবারি বানাও   অন্তত আর যাই কর সমস্ত কথায় সায় দিও না, কিন্তু মুর্খতাপুর্ন বিরোধীতাও করো না অনায়াসে,   কারন সমস্ত কথায় যারা অনায়াসে বিরোধীতা করে তারা কিছুতে-ই একমত হতে পারে না।   তারা জগতের বিনাশ ডেকে আনে।   ভুলে যেও না, মানুষের ভাষা নয়,   জগৎ জোড়া কুকুরের ভাষা অভিন্ন হয়।   বরং দ্বিমত হও,   আস্থা হারিও না   বরং পুড়িয়ে ছাই করে দাও প্রজ্ঞা আর প্রশ্নের আগুনে   স্বর্নের মলিন খাদ পুড়ে যাবে হয়তো   স্বর্ন হারাবে তার ঔজ্জল্য! তা কি হয় baby?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।