আমাদের কথা খুঁজে নিন

   

অনুসৃত কিছু ডায়ালগ

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি: ১. নারী নেতৃত্ব হারাম পাশে বসলেই আরাম। ২. কালেমা চারটি। আরে বাবা একজন মুসলমান হিসেবেতো এটুকুও জানা দরকার কালেমা পাচটি। মখা আলমগীর: ১. হেফাজতের দাবিগুলো যৌক্তিক । সরকার পর্যায়ক্রমে ভেবে দেখবে।

২. এরপরের দাবি: না হেফাজতের দাবিগুলো আমাদের মুক্তিযুদ্ধের পরিপহ্নি ও সাংঘার্ষিক। আরে বাবা একজন মন্ত্রীতো তুই তাইনা, আগে দেখ পরে না হয় চিন্তা করে একটা কিছু কইস। । হেফাজতে ইসলাম: ১. ব্লাসফেমি আইন করতে হবে। ২. নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে।

ভালো কথা। নারী নেতৃত্ব হারাম একথা ১৯৯১ সালে জামাতও বলেছে। কিন্তু কুলাঙ্গাররা ক্ষমতার লোভে নারী নেতৃত্বকে আরামে পরিণত করেছে। এখন হেফাজতে ইসলামও একই কথা বলছে। ।

পত্রিকার খবর: হেফাজতের লংমার্চে ৮৫ কোটি টাকা লেনদেন। ৪০ কোটি টাকা আমার দেশ ও মাহমুদুর রহমান ও ৪৫ কোটি টাকা হেফাজতে ভাগাভাগি। হেফাজতে ইসলাম এ দাবি প্রত্যাখ্যান করেছে। তো ভালো কথা, উনারা যদি টাকা না নিয়ে থাকেন। তাইলে আরেকটা লংমার্চ করে এর জবাব দেননা।

আমি সিউর হেফাজতে আগামি এক বছরেও আর কোন বড় সমাবেশ করতে পারবেনা। কারণ হেফাজতে যে কারনে টাকা নিছিল। তার কিছুই দেখাতে পারেনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.