আমাদের কথা খুঁজে নিন

   

মৃত জ্যোৎস্নার জোনাক

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই আমার ঘুড়ি কোনদিনই আকাশ স্পর্শ করেনি আমাকেও নিয়ে যায়নি কোন অলীক প্রান্তরে। যা কিছু ছিলো আমার প্রেম-প্রণয়, দ্রোহ, মান কিছু অভিমান- যেন সব মূল্যহীন আজ, অলীক! আমার ঘুড়ি আকাশ ছোঁবে; দূরে পাহাড় ঘেঁষা দিগন্তে পৌঁছে যাবো আমিও একদিন, সেসব ইচ্ছেগুলো মৃত জ্যোৎস্নায় জোনাকি হয়ে কাঁদে দেখি লাটাইয়ে কোন সুতো অবশিষ্ট নেই আর! দিনের পর দিন চলে যায়, মাস- তারপর বছর, কৈশোর এবং যৌবন, যেন জন্ম থেকে জন্মান্তর ছুটছি; উদ্ভ্রান্ত পথিক আমি ছুটতে ছুটতে দেখি সব পথ ঢেকে আছে অন্ধকারে, ভুল ঠিকানায়। তাহলে কি মুখথুবড়ে পড়ে থাকবো বেলাভূমিতে? সাত সমুদ্র তন্ন তন্ন করে খুঁজে একটিও বাতিঘর পাবো না জীবনে? তবে কি দুর্ভেদ্য নিয়তি শুধুই প্রতিশোধের আগুনে পোড়াবে এই অন্তর আমার! আমার পাপবোধ নেই, অন্তর জ্বালানো কোন দুঃখ পরিতাপও নেই আমার। যেন কোন গ্যালাক্সি থেকে ছিঁটকে পড়েছি পৃথিবীর পথে, তারপর হেঁটে হেঁটে ধূলিধুসরিত হয়েছি; পুড়ে খাঁটি হয়েছি তো আগেই। ২৯ এপ্রিল, ২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।