" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় " তিনি কহিলেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে কি ভাবছো মিজান? আমি কহিলাম, ভেবে কাজ কি..:s খালেদা আপার কাছে ইলিয়াস আলী এখন ঈদ এর চাঁদ এর চেয়েও বেশি প্রিয়. হরতালের জন্য এই রকম ইস্সু পাওয়া আসলেই দুষ্কর.. তিনি কহিলেন, ত়া বাছা, গুম হওয়া তো ভালো কোনো বাপার না. আজকে তোমার আপন যদি এমন করে গুম হত তুমি কি করতে? আমি কহিলাম, আজ্ঞে..আমার আপন জন গুম হলে কিছুই করতাম না..ইলিয়াস আলীর আগেও অনেক মানুষ গুম হয়েছিলো...তখন কি খালেদা আপা হরতাল দিয়েছিলো..:s না কোনো মানুষ জীবন্ত পুরে ছাই হযেছিল..?? তিনি কহিলেন তাহলে বাছা.. সরকার যা করছে ঠিক করছে বলে তুমি দাবি করো! আমি কহিলাম, আজ্ঞে কোনো এক বিশিষ্ট দার্শনিক বলেছিলেন (নাম টা এখন মনে নেই) ধর্ষণ যখন হওয়াই লাগবে তখন সেটা উপভোগ করা উচিত...! আমরা সাধারণ জনগণ, প্রতিনিয়ত আওয়ামি সরকার দ্বারা ধর্ষণের শিকার হচ্ছি. ... তাই এই নিয়ে আমরা আতঙ্কিত নই শুধুই উপভোগ করি! আমরা হচ্ছি একটি ফুটবলের মতো যে প্রান্তেই যাই না কেন লাথি আমাদের খেতেই হবে . :/ তিনি কইলেন, বুঝলুম..তা কি বলবে হরতাল আর HSC পরিক্ষার্থীদের নিয়ে...? আমি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বললাম...আমার কোথায় হরতাল কি আর বন্ধ হবে. না ইলিয়াস আলী ফিরে আসবে :S যার যায় সেই বুঝে...বিএনপি/ আওয়ামিলীগ সবার কাছেই দেশের চেয়ে দল বড়...দলের চেয়ে ব্যাক্তি বড়. তাই HSC পরীক্ষা কেন আরো বড় সমস্যা হলেও এখন ইলিয়াস আলী কে খুঁজে বের না করা পর্যন্ত আমাদের শান্তি নেই, তাও ভালো যদি এক ইলিয়াস আলীর ঘটনা নিয়ে যদি পাহারা বাতুনের গুম বলতেও যে কিছু আছে সেইটা যদি বোঝার শক্তি হই, যদিও ইহ জনমে এই শাড়ি পিন্দা ঘুরে বেড়ানো বেডাটার এই আক্কেল হবেনা..:/ কৃতজ্ঞতাঃ মিজান ভাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।