আমাদের কথা খুঁজে নিন

   

৬ ঘণ্টা পরেও রতনকে আটকের কথা অস্বীকার: ইলিয়াসের পথেই কামরুজ্জামান রতন!!!!

স্বামীর সন্ধানে সারারাত থানায় থানায় ধরনা দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতনের স্ত্রী নুরে জান্নাত। ধরে নিয়ে যাওয়ার ৬ ঘন্টা অতিবাহিত হলেও তাকে আটকের কথা এখনও স্বীকার করেনি কোনো সংস্থাই। সোমবার সকালে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রতনের স্ত্রী। রাত পৌনে একটায় ডিবি পুলিশের পরিচয়ে রতনকে তুলে নেওয়ার ৫৫ মিনিটের মধ্যেই ডিবি কার্যালয়ে আসেন স্ত্রী নুরে জান্নাত। সাথে ছিলেন তার দেবর মুসা কলিম উল্লাহ ও রতনের সহকর্মীরা।

এ সময় ডিবি পুলিশ জানায় তারা তার স্বামীর বিষয়ে কিছুই জানে না। এ নামে কাউকে তারা আটক করেনি। এ সময় তারা স্থানীয় থানা রমনায় যোগযোগ করার জন্য পরামর্শ দেয়। সেখানে গিয়েও না জবাব পেয়ে যান তেজগাঁও থানায়। তাদেরও একই জবাব।

ঘুরে ফিরে আবার ডিবি পুলিশের কার্যালয়ে আসেন নুরে জান্নাত। এরই মধ্যে তিনি মাঝে মধ্যে ফোন রিসিভ করেই বলে উঠেন, ‘আমার সব শেষ হয়ে যাচ্ছে। তোমরা আমার জন্য দোয়া কোরো। আল্লাহ যেনো আমার স্বামীকে ফিরিয়ে দেন। ’ এ বিষয়ে কোনো জিডি করেছেন কি না এমন প্রশ্নের উত্তরে নুরে জান্নাত বাংলানিউজকে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ফোনে কথা হয়েছে।

তিনি সকালে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। এদিকে প্রথমে ইলিয়াস, পরবর্তীতে রতনের নিখোঁজের সংবাদে অনেকে মন্তব্য করেছেন, রাজনৈতিক সহকর্মী ইলিয়াস আলীর পরিণতিই কি অবশেষে ভোগ করবেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন? অবার কেউ কেউ ঠাট্টা করেও মন্তব্য করেছেন আর বাকি থাকলো ৯৮ জন! সূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।