আমাদের কথা খুঁজে নিন

   

Using Scientific Calculator Decimal T Octal To Binary To Hexadecimal

নিজে জানুন , অন্যকে জানান। । । আজ আমরা দেখবো Scientific Calculator ব্যবহার করে কিভাবে ১) Binary নাম্বার কে Decimal-এ ২) Decimal থেকে আবার Binary নাম্বার-এ ৩) Binary নাম্বার কে Octal-এ ৪) Octal থেকে আবার Binary নাম্বার-এ কনর্ভাট করা যায় ; কার্যপদ্ধতি : আমি কমান্ড গুলো CASIO fx-570MS অনুসরণ করে লিখছি । অন্য মডেলের জন্য ফাংশনের নাম অনুযায়ী চেষ্টা করুন ।

১) পরপর দুইবার MODE বাটন প্রেস করুন । ( BASE [3] দেখাবে ) ২) প্রেস 3 এখন খেয়াল করুন ক্যালকুলেটরের ডান দিকে সংখ্যাগুলোর একটু উপরের দিকে b অথবা d অথবা H অথবা o এর যে কোন একটি সংখ্যা দেখাচ্ছে । b = Binary d = Decimal o = Octal h = Hexadecimal এই letter গুলো নির্দেশ করছে, ক্যালকুলেটর এখন কি input নিতে চাচ্ছে । এখানে যে letter দেখাবে , ক্যালকুলেটর শুধুমাত্র সেই ধরনের সংখ্যাই ইনপুট হিসাবে নিবে । আপনি যেটা ইনপুট করতে চাইছেন, অবশ্যই প্রথমে সেই ফরমেটে কনর্ভাট করে নিতে হবে।

মনে করুন আপনি Binary to Decimal এ কনভার্ট করতে চাচ্ছেন । তাহলে আপনাকে সর্বপ্রথম ক্যালকুলেটরটিকে Binary ইনপুট করার উপযোগী করে নিতে হবে। এজন্য SHEFT >> log প্রেস করুন । খেয়াল করুন এখন b দেখাচ্ছে । এখন আপনি যে কোন একটি বাইনারী সংখ্যা ইনপুন করুন ।

যেমন : আমি এখানে 11011 ইনপুট করলাম । ১) 11011 ২) = প্রেস করুন । (press “equal-to”). ৩) এখন নাম্বার টি Decimal এ দেখার জন্য SHEFT >> X2 প্রেস করুন । (X square) ৪) দেখুন 27 দেখাচ্ছে । অর্থাৎ সর্বপ্রথম আপনাকে নির্দেশ দিতে হবে , আপনি কি ধরণের সংখ্যা ইনপুট করবেন ।

তারপর আপনাকে নির্দেশ দিতে হবে , আপনি কি ধরনের আউটপুট চাচ্ছেন । একই পদ্ধতিতে , Binary এর জন্য = SHEFT >> log Decimal = SHEFT >> X2 Octal = SHEFT >> ln Hexadecimal = SHEFT >> ^ ইত্যাদি ব্যবহার করুন । কোন সমস্যা হলে question করুন । সাধ্যমত উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।