আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম । void(1); " আমরা সবসময়-ই হরতালকে না বলি" যুগ বদলেছে সমাজ বদলেছে সময়ের স্রোতে পুরাতনকে ছেড়ে আধুনিকতায় অভ্যস্ত হওয়া মানুষ আমরা। অথচঃ কোন হ্যামেলিয়নের বাশিতে মন্ত্রপুত হয়ে আশ্চর্য রকম চুপ আমরা? আর যদি প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলি তাহলে কি থাকলো আমার স্বকীয়তা আর আমিত্বের অহংকার ? সবাই আসুন না একবার আমাদের পূর্ব পুরুষের গৌরবের ইতিহাস থেকে প্রেরনা নিয়ে যুগের অনুপযোগী হরতালকে না বলার সাহস দেখাই ।প্রতিবাদ করি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থায় প্রতিবাদ প্রতিরোধ থাকতেই হবে কিন্তু সেই প্রতিবাদের ভাষা কেনো হিংস্র হবে ? অহিংসা নীতিতেও দাবী , অধিকার আর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব । "আন্না হাজারী" তার সময়সাময়িক প্রমান। আমাদের সবার গলায় উচ্চারিত হোক " আমরা সবসময়-ই হরতালকে না বলি" void(1);
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।