আমাদের কথা খুঁজে নিন

   

১৬ ডিসেম্বর

আত্মোন্নয়ন মূলক প্রবন্ধ, কবিতা, অনুবাদ শত কাজের মাঝে ডুবিয়ে রাখি নিজেকে কলেজের সুশৃঙ্খল সিডিউলে। খল খল হাসি বয়ে চলা খরস্রোতা নদীর মতো-আলোকিত বালিকারা ক্লাস, খেলাধুলা, পিটি ড্রিল পা মিলিয়ে নিরন্তর এগিয়ে চলা। স্বর্গের মতো ডিপার্টমেন্টের টেবিল, লাইব্রেরী, প্রাণ প্রাচুর্যে ভরা সহকর্মীৃ ন্দ, চলে যাই মাঝে মাঝে বটগাছের নিচে চায়ের দোকানে, বিস্তীর্ণ ফসলের মাঠে; রং বেরঙ্গের লোকের ভিড়ে, সাহিত্য সংগীত আর রসালো গালগল্পে। স্বাধীনতাকে পেতে চেয়েছি বুকের ভিতরে, নিংড়ে নিতে চেয়েছি তার সব নির্যাস। কিন্ত সৃষ্টিশীলতা যখন হোঁচট খায়, গুম হয়ে যায় স্বাধীন দেশের মূল্যবান জীবন, প্রত্যাশা পূরণে ব্যর্থ কেউ যখন গলায় দেয় ফাঁস ।

বোমা ফাটিয়ে যখন কেউ দেখায় ভয় । তখন ছেদ পড়ে সেই সুরে। তলিয়ে যেতে থাকি অতল গহ্বরে। তখন খড় কুটার মত আঁকড়ে ধরতে চাই- আকাশের নীলিমায়, দূর দিগন্তে কিংবা তোমার দুচোখ থেকে নিতে চাই বাঁচার উপকরণ। আরেক যুদ্ধের জন্য নিতে থাকি প্রস্তুতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।