আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার-ইন-ব্লগের জনপ্রিয় ব্লগার আসিফ মহিউদ্দীন এর ভন্ডামী

আসিফ মহিউদ্দীন ২৮ শে এপ্রিল, ২০১২ ভোর ৬:৪২ এ একটা ব্লগ লিখেন যার শিরোনাম “কবির মৃত্যু এবং ধর্মীয় বর্বরতার উৎসের সন্ধানে!” এই লেখার তথ্যের জন্যে তিনি উইকিপিডিয়াকে সোর্স হিসাবে ব্যবহার করেছেন। কিন্তু সমস্যাটা হলো উনার পক্ষে যে তথ্য তা তিনি বিশ্বাস করেন এবং উনার বিপক্ষের তথ্যগুলা অবিশ্বাস করেন। নিচে উনার ঐ মন্তব্য গুলান দেয়া হলো। এখন আপনারাই একে কি বলবেন। মন্তব্য দেখেনঃ মন্তব্য গুলো একই দিনের, ৮.সকাল ৭:২২: বাক স্বাধীনতা বলেছেন: কবিতাগুলো কি নিজের ইচ্ছামত রচনা করেছেন নাকি আসল কবিতার অনুবাদ? সকাল ৭:২৩: লেখক বলেছেন: উইকিপিডিয়াতে দেখেন।

লিঙ্ক দেয়া আছে। ১১.সকাল ৭:৩৩: বাক স্বাধীনতা বলেছেন: এগুলো যে আসল কবিতার অনুবাদ তার প্রমাণ আছে কি ? সকাল ৭:৩৭: লেখক বলেছেন: উইকিপিডিয়ার নিচে রেফারেন্স দেয়া আছে। রেফারেন্স ছাড়া উইকিপিডিয়াতে কিছু থাকে না, মুছে দেয়া হয়। এই বিষয়ে ব্লগার রাগিব ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারেন। ইবনে ইসহাক রচিত 'সিরাত' গ্রন্থটি মুসলিম বিশ্বে এবং ইসলামের ইতিহাসে সর্বজনবিদিত একটি জীবনী গ্রন্থ।

এই বইটি সমস্ত বিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম পাঠ্য। উইকির লিঙ্কেও এই বইটির রেফারেন্স পাবেন। Ibn Ishaq, Sirat Rasul Allah, p.675 ১৪. সকাল ৭:৪৪: বাক স্বাধীনতা বলেছেন: ইবনে ইসহাকের সিরাতুন্নবি বইটা বিতর্কিত বই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বইটি পড়ানো হয় বলে আপনি ভুল তথ্য দিলেন। ইবনে ইসহাকের বইটির আসল অস্তিত্ব নেই।

তার ছাত্র ইবনে হিশামের বই আছে, যা অনেকাংশে সংশোধীত। ১৯. সকাল ৭:৫২: আসিফ মহিউদ্দীন বলেছেন: বাক স্বাধীনতা, আমি হাদিসের রেফারেন্স দিলে বলতেন ওটা দুর্বল হাদিস। কোরানের রেফারেন্স দিলে বলতেন ভুল ব্যাখ্যা বা ভুল অনুবাদ। এটা আপনাদের অতি জীর্ন কৌশল। নতুন কিছু বলুন নাহলে এই রেফারেন্স দেয়ায় উইকিপিডিয়ার কল্লা নামিয়ে দিন।

আমিন। ২২. সকাল ৭:৫৬: বাক স্বাধীনতা বলেছেন: ইবনে ইসহাককে ভুল হাদীস বর্ণনার অপরাধে মদীনা থেকে বহিষ্কার করা হয়েছিলো। আপনি এই ব্যক্তিকে আদর্শ ইসলামের ইতিহাস রচয়িতা ধরে নিয়ে পূজা করছেন ? মোবাইলে আছি জন্য এখন রেফারেন্স দিতে পারছি না। ২৩. সকাল ৭:৫৭ আইজাক_নিউটন বলেছেন: @বাক স্বাধীনতাঃ আমি একজন নিম্নমানের লেখক, যে ইসলাম এবং মুহাম্মদের সমালোচনা করে লেখালেখি করি। আমাকে কতল করা আপনি সমর্থন করেন কি? ২৫. সকাল ৮:০৫: আসিফ মহিউদ্দীন বলেছেন: বাক স্বাধীনতা, বুঝতে পারছি আপনি খুবই আপসেট হয়ে গেছেন এই ঘটনাটা শুনে, এজন্যেই আপনি কোন কবিতা না পড়েই ভুল কবিতার কথা বলছেন।

আপনার জন্য কিছুই করার নাই। কিন্তু ঠিক কি কবিতা লিখলে আপনি কোন কবিকে হত্যা সমর্থন করবেন? ২৬.সকাল ৮:০৬: বাক স্বাধীনতা বলেছেন: @আইজাক_নিউটন, আপনাকে কতল করা হবে কি না সেটা নির্ভর করবে আপনার কথা সত্য কি না তার উপর। সেটার হুকুম দিবে খলিফা বা খলিফার মনোনিত বিচারল। না, আমার দ্বারা আপনাকে কতল করা জায়েজ না। ৩৪.সকাল ৯:২৬: মশিউর মামা ১ বলেছেন: হুমায়ুন আজাদ জার্মানিতে মারা গেছে | আবার লক্ষ্য করেন - মারা গেছে |তাকে হত্যা করা হইছে এর কোনো প্রমান আছে |সোজা কোথায় উত্তর দিবেন | পিছলামি না |অহেতুক তারে শহীদ বানানোর এই প্রচেষ্টা কেন | সকাল ১০:১৪: লেখক বলেছেন: হুমায়ুন আজাদের পরিবারের সাথে আমার পরিচয় আছে, এবং তাদের পরিবারের সদস্যের কাছ থেকে আমি এমন অনেক তথ্য জানি, যা আপনারা জানেন না।

৩৭.সকাল ৯:৪৭: আতা63 বলেছেন: যে উইকির কথা বেদবাক্যের মত সত্য বলে তুলে ধরেছেন সেই উইকি থেইকা ড. হুমায়ুন আজাদের বিষয়ে তুলে দিলাম- On February 27, 2004, he became the victim of a vicious assassination attempt by assailants near the campus of the University of Dhaka during the annual Bangla Academy book fair. A week prior to Dr Azad's assault, Delwar Hossain Sayeedi, one of the renowned religious leaders of Bangladesh demanded, in the parliament, that Dr Azad's political satire Pak Sar Jamin Sad Bad would be banned and demanded the introduction of the Blasphemy Act on the author.[4] In 2006 the commander of Jama'atul Mujahideen Bangladesh (JMB) admitted to the RAB interrogators that his operatives carried out the attacks on writer Humayun Azad and another faculty member of Rajshahi University in 2004.[5] The official position of Azad's attempt of assassination is still unidentified. আপনি লিখছেন,''সাইদী নামক জামাতের নেতাটির নির্দেশে এই হত্যাকান্ড হয়েছে, এটা এখন কমবেশি সকলেই জানেন। সাইদী ডঃ হুমায়ুন আজাদের বইটির খানিকটা পড়েই হুকুম দিয়েছিলেন তাকে হত্যা করতে। “ এখন আপনিই বলেন কে ঠিক ? আপনি না আপনার বেদ উইকি ? সকাল ১০:১৬: লেখক বলেছেন: হুমায়ুন আজাদের পরিবারের সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে পরিচয় আছে, তার ছেলে অনন্য আজাদ আমার ছোটভাইয়ের মতই। এবং তাদের পরিবারের সদস্যের কাছ থেকে আমি এমন অনেক তথ্য জানি, যা আপনারা জানেন না। পরিশেষে হুমায়ুন আজাদকে নিয়ে আরেকটি ব্লগের লিঙ্ক দেয়া হলো, যেখানে হুমায়ুন আজাদের মৃত্যু নিয়ে লিখা আছে।

জামাত হতে ঘুষ খেয়ে হুমায়ুন আজাদকে জার্মানী হত্যা করছে জাতিসংঘ ও ইইউর মাধ্যমে এর বিচার চাই! লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ২৮ এপ্রিল ২০১২, সকাল ০৮:১৪ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.