সাংবাদিক দম্পতি সাগর-রুনির লাশ মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে তোলা হয়েছে ভিসেরা রিপোর্টের জন্য। কোর্টের নির্দেশে সম্প্রতি মহানগর পুলিশের হাত থেকে তদন্তভার স্থানান্তর করা হয়েছে র্যাবের হাতে। এর আগে মহানগর পুলিশ আদালতে তাদের ব্যর্থতা স্বিকার করেছে। এখন প্রশ্ন মহানগর পুলিশ কেন ব্যর্থ হলো? বাংলাদেশের পুলিশকি এতই অযোগ্য এবং অকর্মণ্য? যে, মামলাটি দেশের এক নম্বর মামলা, যে মামলাটি প্রধাণমন্ত্রি সরাসরি তদারক করছেন বলে আমরা ৭৩-৭৪ দিন আগে শুনেছিলাম সে মামলাটি বাংলাদেশের পুলিশ এতই গুরুত্বহীন ভাবে তদন্ত করলো যে ভিসেরা সংরক্ষনের প্রয়োজনও তারা বোধ করলো না? বাংলাদেশের পুলিশ এতই অযোগ্য একথা বিশ্বাস করা সম্ভব নয়। সাগর-রুনির লাশের মতো পুলিশের এই ব্যর্থতারও পোষ্টমর্টেম হওয়া জরুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।