••• ইহা একটি অতিমাত্রায় মারাত্বক ব্যঙ্গাত্বক পোষ্ট! ব্যঙ্গ হজম করার যোগ্যতা না থাকলে দূরত্ব বজায় রাখুন! গরু ছাগলের প্রবেশ নিষেধ!! ••• ↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓ আচ্ছা, সরকারী ও বিরোধী দল যদি সত্যি কথা বলা শুরু করে এবং জনগন যদি মনে কথাগুলা রাস্তায় নাইমা বলে। তাহলে কি রকম হবে?? আসুন দেখি… ••• কঠিন বাস্তব ••• পর্ব ~ ১ সরকারী দলঃ দেশ এর মানুষ অনেক শান্তিতে আছে, এখন সবাই রাতের বেলা “ক্যান্ডেল লাইট” ডিনার করে! সরকারের উন্নতি সন্ধার পর মোমবাতি!! বিরোধী দলঃ আমরা ক্ষমতায় আসলে খালি ডিনার না, ব্রেকফাস্ট, লঞ্চ, ইষটিমার সব ভইরা দিমু একদম!! জনগনঃ দুই বুড়ির চাপাচাপি, মাঝখান দিয়া আমরা ভেন্ডি ভাজি!! ------------------------------------------------------- সরকারী দলঃ আমরা সব জায়গায় নিরাপত্তা দিসি, শুধু প্রাইভেসি রক্ষার জন্য বেডরুম এ নিরাপত্তা দেয়া সম্ভব না!! বিরোধী দলঃ নিরাপত্তার ব্যাপারে কোনও আপস নাই, আমরা ক্ষমতায় গেলে বেডরুম, বাথরুম সব জায়গায় সি সি ক্যামেরা লাগাই দিমু!! জনগনঃ এই দুই বেটির যন্ত্রণায় কি এখন শান্তিতে হাগু ও করতারুম না?? ------------------------------------------------------- সরকারী দলঃ যে কোনও ঘটনা ঘটার সাথে সাথেই আমরা ৪৮ ঘণ্টার মধ্যে কাজ করি!! বিরোধী দলঃ আমরা ক্ষমতায় গেলে ঘটনা ঘটার ৪৮ ঘন্টা আগেই তদন্ত শুরু করে দিবো!! জনগনঃ এদেশে জন্মানো অভিশাপ নাকি আশীর্বাদ?? -------------------------------------------------------- সরকারী দলঃ দেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে, সব জায়াগায় উন্নতি হইতেছে!! নৌকা না থাকলে তো এই জোয়ারে জনগন ভাইসা যাইতো!! বিরোধী দলঃ আমরা ক্ষমতায় গেলে বঙ্গপসাগরের পানি বাংলাদেশ এর উপর দিয়া প্রাকৃতিক ভাবে বাইপাস করাইয়া দুর্নীতিবাজদের ভাসাইয়া দিমু!! জনগনঃ আপনাদের উন্নতির জোয়ারে দেশ তো ডুইবা যাইতাসে!! --------------------------------------------------------- সরকারী দলঃ দেশ এখন পুরাপুরি ডিজিটাল হইয়া গেছে, সবাই কম্পিউটার, মোবাইলও ফেসবুক ব্যবহার করে!! মানুষের পেটে ভাতা না থাকলেও, ফেসবুকে ষ্ট্যাটাস ঠিকই আছে সবার!! বিরোধী দলঃ আমরা ক্ষমতায় গেলে, সবাইরে একটা কইরা ফেসবুক অ্যাকাউন্ট গিফট করব, এমনকি ফেইক আইডি ব্যবহারের বৈধতা দেয়া হবে!! জনগনঃ কম্পিউটার আছে, মোবাইল আছে, ফেসবুক অ্যাকাউন্ট ও আছে মাগার কারেন্ট নাই!! এইডা কিছু হইলো?? লিখেছেনঃ Moyla Baba
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।