আমাদের কথা খুঁজে নিন

   

হে বাংলার পুরুষকূলঃ মেয়েদের জামাকাপড় নিয়া মেয়েদেরই ভাবিতে দ্যান।

আমার পর্যবেক্ষণ অনুসারে, বাংলার পুরুষেরা বাংলার নারীদের পোষাক কী হওয়া উচিৎ তাহা নিয়া চিন্তা করিয়া যত কর্মঘন্টা নষ্ট করিয়া থাকে, পুরুষদের পোষাক-আষাক নিয়া বাংলার নারীকুল তার এক শতাংশও ব্যয় করে না। একপাল সাইকো আছে, কোথায় কোন মেয়ে বোরকা না পিন্দা বাইর হইলো, কোথায় কোন মাইয়ার বুক থিকা ওড়না কয়েক সেকেন্ডের জন্য স্থানচ্যুত হইলো, তা নিয়া সারাক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত থাইকা, কর্মঘন্টা নষ্ট কইরা, নিজেদের আয়ূ এবং দেশের জিডিপি উভয়েরই বারোটা বাজাইতেছে। নারীকূলের ওপর সার্বক্ষণিক সার্ভেইল্যান্স চালু রাইখা ফেসবুকের পেজের পর পেজে লাইভ আপডেট দিতাছে। আর কতিপয় লুজারের দল সেই পেজে লাইকের পর লাইক দিয়া বেড়াইতেছে। বাংলার পুরুষকূল ধীরে ধীরে নপুংসকে পরিণত হইতেছে। আফসুস!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।