আমাদের কথা খুঁজে নিন

   

গৌড় রাজার দেশে - ৪ ( সোনা মসজিদ স্থল বন্দর)

আগের পর্ব গুলো পুরকীর্তিগুলো বলেছি এবার আর প্রাচীন স্থাপত্য নয়। এবার দেশের ২য় বৃহত্তম স্থল বন্দর সোনা মসজিদ স্থল বন্দরে ঘুরিয়ে নিয়ে আসবো। দেশের সীমান্তগুলো মাঝে সিলেট জাফলং, শেরপুর , টেকনাফ , সিলেট জকিগঞ্জ সীমান্তে যাওয়ার সুযোগ হলেও সীমান্তের এতো কাছে অন্য কোথাও যাওয়ার সুযোগ হয়নি। এখানে সুযোগটা হয়েছে স্থল বন্দর হওয়ার সুবাদেই হয়তো। চলুন সেদিকেই যাই....................... স্থল বন্দরে যাওয়ার পথে চোখে পড়লো মুক্তিযোদ্ধে অসংখ্য শহীদদের স্মরনে নির্মিতব্য গনকবর।

নির্মান কাছে এখনো শেষ হয়নি এর। শেষ হয়ে হয়তো অনেক সুন্দর হবে । তবে সুন্দর হোক বা না হোক মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রইল স্বশ্রদ্ধ সালাম। এই হলো আমাদের সীমান্তের শেষ স্থান। একে অতিক্রম করা নিষেধ।

এর পরও দুই দেশের ১৫০+১৫০=৩০০ গজ নো ম্যানস ল্যান্ড রয়েছে। যেখানে যাওয়া নিষেধ । এখানে দাড়িয়ে একজন বিজিবির জওয়ানের সাথে কথা বললাম দীর্ঘক্ষন। ২ মাস আগে পোস্টিং হওয়া এ জওয়ানের কাছ থেকে জানলাম তার ও বিজিবির বিভিন্ন কার্যক্রম। আমাদের অর্জিত স্বাধীন পতাকা................. দেশের সর্বশেষ স্থানেও যা পতপত করে উড্ডীন আমাদের বহন কারী মটর সাইকেল সহ ড্রাইভার বাইক চালিয়ে বিজিবির চেক পোস্ট অতিক্রম করে চলে গেল পতাকা নির্দেশিত সীমানার কাছাকাছি।

হঠাৎ কড়া বাঁশির আওয়াজে হুশ হলো। মটর সাইকেল থামিয়ে আরোহীরা নেমে গেলাম আর চালকের আসনে থাকা স্থানীয় বন্ধুটি তাদের কাছে গিয়ে চরম বকা উপহার হিসেবে পেল। ............... কোথায় যান, কি করেন, বাড়ী কোথায় , থাকেন কোথায়, বুঝেন না কিছু, মরতে চান নাকি ইত্যাদি ইত্যাদি শুনে কান ঝালাপালা করছে আর আমরা একটু দূরে দাড়িয়ে হজম করছি । পরে তার স্থানীয় পরিচয় দিয়ে কোনমতে রক্ষা ...................... পরে আমরা হাসাহাসি আর কথা বলছিলাম............. একটু গেলেই হয়তো ফেলানী হয়ে যেতাম। কাললে খবরের কাগজে আসতো আরো তিন তরুণ ফেলানী ভাগ্য বরণ করলো ........... ইত্যাদি।

কি আর করা ....................? পাসপোর্ট ভিসা কিছুই যেহেতু নেই সেহেতু এখানে দাড়িয়েই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি................বিজিবির জওয়ানের সাথে গল্প করছিলাম আর ভারতীয় ১০ টনি ট্রাকগুলো ছবি তোলা ছাড়া কিবা করার আছে.............. দানবীয় ট্রাকটি এখনো ভারতীয় সীমানা অতিক্রম করেনি,.......... ক্যামেরা লেন্সে ধরা পড়লো ওটা........ কিছুক্ষনের মাঝেই প্রবেশ করবে বাংলাদেশী সীমানায় .......... ০ (জিরো) পয়েন্টের কাছে সীমানা চৌকি দেখা যাচ্ছে................. এ ঘরটি মাঝে মাঝে এখানে পতাকা বৈঠক এর কাজে ব্যবহৃত হয় । তবে অধিকাংশ সময় তালাবদ্ধই থাকে ............ জাললাম বিজিবির জওয়ানের নিকট থেকেই। দেশের সীমানায় প্রবেশ করলো ট্রাকটি আরো একটি ভারতীয় ট্রাক পন্য নিয়ে প্রবেশ করছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে.......... সারিবদ্ধ ভারতীয় পন্যবাহী ট্রাক বাংলাদেশী কাস্টমস এর অনুমতির অপেক্ষায়....................... বাঁশ তুলে ধরা হয়েছে ঢুকবে এবার ট্রাকটি বাংলাদেশ কাস্টমস মাল খালাসের জন্য বন্দরে প্রবেশ করছে বাংলাদেশ পুলিশ , সোনা মসজিদ চেক পোস্ট বিভিন্ন কাস্টমস এজেন্সি বাংলাদেশী ট্রাক মাল আপলোডের অপেক্ষায় বন্দরে প্রবেশ করছে ট্রাকে উচু দেয়ালে ঘেরা স্থল বন্দর সোনা মসজিদ যাবেন কিন্তু চমচম খেয়ে আসবেন না তা কিন্তু ঠিক না ............ শিবগঞ্জ বাজারে গিয়ে স্বাদটা টেষ্ট করে আসবেন........... ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখে ফেললাম .......... আপনাদেরও দেখিয়ে ফেললাম । ভাল লাগছে কিনা কে জানে??????/ দেশের সর্ব পশ্চিমের জেলা আর থানায় গিয়ে ২য় বৃহত্তম স্থল বন্দর দেখে আসবেন । ভাল লাগবে আশা করি ।

আগামী পর্বে মহানন্দার তীরের কিছু ছবি নিয়ে থাকবে শেষ পর্ব। সকলকে ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।