আমাদের কথা খুঁজে নিন

   

H.S.C পরীক্ষার সময় লোডশেডিংকে ক্যান অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করার আহবান জানাচ্ছি...

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... যে প্রসঙ্গে এই লেখাটি লিখতে বসলাম তা হল- যদি এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল না দেয়ার জন্য হাই কোর্টে রিট করা যায়, তাইলে কি এই ধরনের রিটও হতে পারে না যে H.S.C পরীক্ষার সময় লোডশেডিংকে ক্যান অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা... ""শেখ হাসিনার উন্নতি সন্ধ্যার পর মোমবতি!!!! """ লোডশেডিং নিয়ে কিতা কমু আর?? একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে শুধু এইটাই বলছি যে, সরকার যেভাবে ঢিলেঢালা উপায়ে এইসব কুইক রেন্টাল প্রকল্পগুলো চালাচ্ছে তাতে আগামীতে লোডশেডিংএর মাত্রা তেমন কমবে না। উল্টো সরকারের মাথায় ঋণের বোঝা আরও বাড়বে যখন এই সব প্রকল্প মালিকেরা তেল সংকটের কারণে কুইক রেন্টাল প্রকল্প থেকে চাহিদামতো বিদ্যুৎ দিতে পারবেনা। আমার এই কথা গুলোর সাথে কিছুটা হলেও মিল খুঁজে পাবেন যদি আজ এনটিভির খবরের দিকে নজর রাখেন। লোডশেডিং নিয়ে আজ দুপুরে এনটিভিতে একটা রিপোর্ট দেখলাম সেখানে বিদ্যুৎ সচিবও স্বীকার করলেন যে সহসাই এই করুণ সমস্যার সমাধান হচ্ছে না। তাইলে এখন ক্যান আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়া হইছিল যে ২০১৩-১৪ এর মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে??? আগেই বলছিলাম যে ,এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল না দেয়ার জন্য হাই কোর্টে একটি রিট করেছেন একজন আইনজীবী।

রিটকারী মো. ইউনূস আলী আকন্দ বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুরে তিনি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই আবেদন করেন। আদালত তা গ্রহণ করে রোববার শুনানির দিন ধার্য করেছেন। ’’ রিট আবেদন করার পর ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘‘হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে পরীক্ষা দেয়াও শিক্ষার্থীদের অধিকার। তাদের এ অধিকার থেকে বঞ্চিত করা হবে মৌলিক অধিকারের লঙ্ঘন।

’’ দেশে কি এই ধরণের কোন আইনজীবী নাই যে আমার এই কথার সূত্র ধরে লোডশেডিং নিয়ে একটা রিট করবে????যদি করে থাকেন তাহলে ওনাকে মনে মনে ধন্যবাদ জানাতাম... সবাইকে ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।