আমাদের কথা খুঁজে নিন

   

কবি ও শত্রু

মিথ্যেবাদী নই, প্রেমিক আমি ! বিষাক্ত তটরেখা দিয়েছি জলাঞ্জলি অনুভবে পারি দিয়ে বহুপথ হঠা ৎ তমসা আলোকে এসে, পদচিহ্ন একে দেব; যেখানে- থমকে দারায় নির্মম মরুপথ। প্রতিটি প্রহর আলোর স্রোতে ম্রিয়মান নিজেকে ফিরে পেলাম পদ্যের চড়নে আজ আমার কাছে সত্য শুধু আমার কবিতা, কালের ব্যাবধান সাথি করে- সব কামার্ত উপন্যাস ফেলে দিয়েছি অনেক আগে। সাফলের ছেঁড়া সুতো দিয়েছি জোড়া যা উপলব্ধি করতে পেরিয়ে গেছে বহুদিন কবিতার আরেক নাম শপথ, কবি ও শত্রু বহুদুর; তবু আছে বিশ্বাস- আমার পদ্যাবলী ঘুচাবে এই ব্যাবধান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।