আমাদের কথা খুঁজে নিন

   

এই যে শুনো ...... ♥- তুমি আর আমি **

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** তুমি বলবে : এই যে শুনো ...... ♥ হা তোমাকে বলছি , কি হয়েছে তোমার ?? মন খারাপ , মুখে নেই হাসি , চোখে অশ্রু ?? একবার বল কি হয়েছে ?? বেচবে তোমার কষ্ট গুলো আমার কাছে ?? সুখের দামে কিনে নিবো , কথা দিচ্ছি ♥ এতো সুন্দর চেহারা টাকে কেমন মলিন করে রেখেছে -_- এই নাও দিয়ে দিলাম আমার প্রাণবন্ত হাসি খানা । আজ থেকে এর মালিক তুমি ♥ চোখের ঐ অশ্রু গুলো দিবে ?? বিনিময়ে একজোড়া স্বপ্নিল নয়ন দিবো তোমাকে ♥ কথা দিচ্ছি , কোনও দিন ফেরত চাইবনা ♥ ফেরতই বা কেমনে চাই ? তোমাকে হাসতে দেখলেই তো আমার কষ্ট গুলো ভুলে যাই ♥ তোমাতে এমন ভাবে আমি মিশে আছি , যে কোনোদিন ভাবতেই পারিনা আমরা দু জন দুই আত্মা ! ভালবাসি ^_^ আবার বলবে : আমাকে খুশি করবার জন্যে তোমার খুব বেশি কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র তোমার উপস্থিতিই আমার কাছে স্বর্গীয়... ♥♥ শুনছ আমিই তোমার দুষ্টু তারা ** অবশেষে আমি বলবো : যদি ভাল লাগে কষ্ট দিতে তো দেও তাতেই আমার সুখ....♥♥♥ আমার চোখের পানি দেখে যদি তোমার কলিজা ঠাণ্ডা হয় তো আমি সারা দিন কাঁদব...♥♥♥ তাও তুমি তোমার ঠোঁটে লেগে থাকা সেই মিষ্টি হাসিটা কে যেতে দিও না.....♥♥♥ আমার নির্ঘুম রাতের যন্ত্রণা যদি তোমার মনে সুখ দেয় তো হুকুম করো শুধু আমি সত্যি চোখের পাতা আর এক করবনা...♥♥♥ আমাকে অবহেলা করে যদি মজা পাও তো বলনা একবার সারা জীবন অবহেলিত হতে রাজি আছি...♥♥♥ তাও তুমি তোমার ঠোঁটে লেগে থাকা সেই মিষ্টি হাসিটা কে যেতে দিও না.....♥♥♥ তুমি কি জাননা তোমার সেই মিষ্টি হাসি আমার কাছে কত তা অমূল্য রত্ন..আমার বেঁচে থাকার একমাত্র উৎস যা এক নজর দেখার জন্য মন ব্যাকুল হয়ে থাকে....♥♥♥ সেই মিষ্টি হাসি টাকে যেতে দিও না.....♥♥♥ অভিমানী ♥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।