আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সার আজ পরাজিতঃ

ক্যান্সার ও ব্লাড ক্যান্সার চিকিৎসায় ঢাকা ’সরদার হোমিও হলের বিস্ময়কর সাফল্য সরদার হোমিও হলের প্রতিষ্টাতা প্রবীন ও অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাঃ এম,এম, সরদার সাহেবের দীর্ঘ গবেষণালব্ধ হোমিওপ্যাথিক চিকিৎসায় বিপুল সংখ্যক ক্যান্সার রোগী সম্পূর্ণরূপে রোগমুক্ত হয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন । কোন গ্যারান্টি বা নিশ্চয়তা নয় বরং শেফা আল্লাহর হাতে চেষ্টা মানুষের হাতে-এ মূলমন্ত্রে আস্থাশীল থেকে ১৯৭৮ সাল থেকে তিনি ক্যান্সার ও ব্লাড ক্যান্সার রোগ নিরাময়ের উপর নিরলস চেষ্টা-সাধনা ও গবেষনা করে আসছেন । ইতিমধ্যে বহু ক্যান্সার রোগী ডাঃ এম,এম, সরদারের চিকিৎসায় আরোগ্য লাভ করায় অনেক সংগঠন ও সংস্থা তাঁকে স্বর্ণপদক ও পুরস্কারে ভূষিত করেছেন । তাঁর এই সফলতার সংবাদ বাংলাদেশে জাতীয় সম্প্রচার মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় নানা-সময়ে সাক্ষাৎকার ও প্রতিবেদনরূপে প্রকাশিতও হয়েছে। এই সফলতার প্রসঙ্গে ডাঃ এম,এম, সরদার বলেন আল্লাহ পাক রোগ দিয়েছেন এবং তার প্রতিকারও দিয়েছেন ।

ক্যান্সার আজ আর দূরারোগ্য ব্যাধি নয়। ক্যান্সার হলেই মৃত্যু হবে একথা এখন আর সঠিক নয়। অতএব নিরাশ হওয়ার কোন কারন নেই । আমি ১৯৭৮ সাল হতে ক্যান্সার চিকিৎসা করে আসছি। তখন থেকে এ যাবৎ বহু ক্যান্সার রোগী সম্পূর্ণরূপে আরোগ্যলাভ করে নবজীবন প্রাপ্ত হয়েছেন।

আল্লাহতায়ালা পবিত্র কুরআনে ইশরাদ করেছেন ”লা তাকনাতু মির-রাহমাতিল্লা” -তোমরা আল্লাহর রহমত হতে নিরাশা হয়ো না। যারা ক্যান্সারে ভুগছেন- তাদের প্রতি আমার অনুরোধ,একটিবার এসে সরদার হোমিও হলের ঔষধ সেবন করে দেখুন । যদি আল্লাহ হায়াত রেখে থাকেন,তাহলে সকলেই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ’ বিনীত সরদার হোমিও হল ২১,গ্রীন কর্ণার (ভোজন-বিলাসের পাশের গলি) গ্রীনরোড, ধানমন্ডি,ঢাকা-১২০৫, ( সময়:সকাল ১০.০০ টা, হতে দুপুর ২.০০ টা, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.