এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... দেশী নাই বিদেশী নাই অধিকাংশ সাইটগুলার বিভিন্ন স্থানে ক্লিক করলেই (কোথাও কোথাও ক্লিক না করলেও) এই সাইটে চলে যায়। কত্ত কোটি টাকা খরচ কর্ছে...। আমি তার চেয়ে দ্বিগুণ কোটি টাকা দিমু.. তারপরও এই পেজ কয়ডা দেখা থেকে মুক্তি চাই..। এমন অবস্থা হইচে... ঘুমের ভিতরেও স্বপ্নে পেজগুলা দেখি... মুক্তি চাই মুক্তি... আপনারাও কি এর ভুক্তভুগী..?? নাকি শুধু আমিই..??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।