আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশের ভালো মন্দ তাদের চেয়ে আর কে ভালো বুঝবে বলুন????

যা কিছু সত্য, সুন্দর তার সাথেই আমি ৮, ৯ ও ১০ ই এপ্রিলের হরতালের খবর শুনে আমি ফেসবুকে আবেদন জানিয়েছিলাম ১১ তারিখের একটা ব্যবস্থা করতে, কারণ ১১ তারিখ কি দোষ করেছে যে বাদ যাবে? যাইহোক ত্রিভুবনেযে আমার আবেদন শুনার মত কেউ আছে জেনে শান্তি পাইলাম!!! আমার আবেদনে সাড়া দিয়ে শিবির ১১ই এপ্রিল হরতাল ডাকছে! আহারে দিলটা জুড়ায়ে গেল!!! এই না হলে শিবির? এই না হলে দেশপ্রেম!!! আজকালতো এত দেশপ্রেম বিএনপি আর জামায়াত ছাড়া কারো মাঝে দেখাই যায়না!!! চালিয়ে যাও তোমাদের এই দেশপ্রেমের নমুনা। পঙ্গু হোক অর্থনীতি, ধ্বংস হোক দেশ,ধ্বংস হোক শিক্ষার্থীদের জীবন, বেড়ে যাক নিত্যপণ্যের দাম, না খেয়ে মরুক খেটে খাওয়া মানুষেরা, হরতাল পালন করতে গিয়ে তাদের কর্মী এবং সাধারণ মানুষের ঝরুক আরো রক্ত । তাতে তাদের কি যায় আসে? কারণ তারা তো দেশপ্রেমিক!!! এই দেশের ভালো মন্দ তাদের চেয়ে আর কে ভালো বুঝবে বলুন????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।