সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
আগামী শনিবারের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলরি খোঁজ না পাওয়া গেলে পরদিন রবি ও সোমবার দিনরাত মিলিয়ে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও তার অংগ সংগঠন। বিএনাপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে নবগঠিত ১৮ দলীয় জোটের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য এই হরতালের আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারী ছুটি সাথে দুই দিনের হরতালের অঘোষিত ছুটি আর ১লা মে'১২ মহান মে দিবসের সরকারী ছুটি; একুনে মোট ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ব্যবাসায়ীদের অনুরোধ উপেক্ষা করে এই হরতালে স্থবির হয়ে পড়বে রাজধানীসহ সমগ্র দেশ। দেশের অঘোষিত মালিক যেমন রাজনীতিদের তাই যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন কেলি করছেন তারা।
৩ দিনের হরতাল শেষে সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দেশনেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলন !!
তাই যারা কর্মব্যস্ত জীবনে অনেক দিন যাবৎ নিকট আত্মীয়দের সাথে ইচছা থাকা সত্বেও মিলিত হবার সুযোগ পান নি, বিশেষ করে নব বিবাহিত যুবক ছুটি পান নি বলে প্রিয়তমা স্ত্রীর মুখ দর্শনে ব্যার্থ হয়ে অফিসের বসের মুখ দর্শন করতে অনিহা প্রকাশ করছেন তাদের কাছে এই হরতাল বিএনাপির পক্ষ থেকে এক অভিনব তোহফা। আজই বাক্স পোটরা গুছিয়ে রওনা হবার প্রস্তুতি নিতে পারেন। আজক্বেই শেষ কার্যদিবস।
তবে এই যাত্রায় বিশেষ সতর্কতা অবলম্বন করার একটা পরামর্শ দেওয়া হচ্ছে।
এনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইলিয়াস আলীকে ফেরত না দিলে আগামী রবিবার থেকে সারাদেশে যে আগুন জ্বলবে, তা নেভানোর ক্ষমতা সরকারের নেই।
সুতরাং যে আগুন সরকার নিভাতে পারবেনা সে আগুন আপনি যেন নিভাতে যাবেন না। আর আগুন যদি লেগেই যায় তা হলে আপনারতো পোয়া বারো। হরতাল তার ডাল পালা গজিয়ে ছড়িয়ে ছিটিয়ে দুই চার দিন বর্ধিত হতে পারে। সুতরাং মজাই মজা। আসা করি আপনাদের এই অঘোষিত ছুটি দারুন উপভোগ্য হবে।
সকলে মনের আনন্দে ছুটি ভোগ করুন, দেশ গোল্লায় গেলে আপনার কী? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।