গোধুলীর রংধনুতে হৃদয়ের নীলাম্বরটা কে সপে দিলাম রঙের এর রাজ্য! বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা-সংক্রান্ত আন্তর্জাতিক আদালতের রায়ে সরকার সমুদ্র বিজয়ের দাবি করলেও বাস্তবে বাংলাদেশ হারিয়েছে বেশি। বিশেষ করে সেন্টমার্টিন দ্বীপের ওপর বাংলাদেশের তিন যুগের স্বীকৃত আইনি অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ ক্ষেত্রে ট্রাইব্যুনাল সরাসরি মিয়ানমারের দাবিকে প্রাধান্য দিয়ে সেন্টমার্টিনকে বাংলাদেশের ভূখণ্ডের সীমানার বাইরে ধরে রায় দিয়েছেন। এতে বঙ্গবন্ুব্দ শেখ মুজিবুর রহমানের সময় থেকে সেন্টমার্টিনের ওপর স্বীকৃত আইনি অধিকার বাংলাদেশ হারালো বলে মনে করেন সমুদ্রসীমা আইন বিশেষজ্ঞ ক্যাপ্টেন ড. রেজাউল করিম চৌধুরী। তিনি মেরিটাইম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব আর্বিট্রেটরস ও চেম্বার অব মেরিটাইম আর্বিট্রেশনের সদস্য। রায়টি বিশ্লেষণে তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা রায়ে সেন্টমার্টিন ইস্যুতে বাংলাদেশ নিজেদের দাবি সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারেনি। কেবল মিয়ানমারের যুক্তির বিরোধিতা করে সেন্টমার্টিনের ওপর আইনি অধিকার হারিয়ে এসেছে। সুত্রঃএখানে View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।