আমাদের কথা খুঁজে নিন

   

১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি !

:[ কোন একদিন কড়া দুপুর এ..........আপনি হয়ত রিকশাওয়ালার সাথে তুমুল ঝগড়া করছেন কেনো ২ টাকা বেশি চেয়েছে , অথবা প্রানান্ত চেষ্টা করছেন প্যাসেঞ্জার ভর্তি বাস এ ওঠার জন্য ........ধরুন ঠিক সেই মুহূর্তে আপনার পাশ দিয়ে হেভি বিট ওয়ালা গান ছারা অবস্থায় একটি ফেরারি ৪৩০ রাস্তা কাঁপিয়ে শোঁ ও ও ও করে এভাবে চলে গেল........ তখন নিশ্চয় বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ???? জানতে নিশ্চয় ইচ্ছে করে কারা এইসব গাড়ির ভেতরে থাকে ??? আসুন আমরা এখন একটু জানার চেষ্টা করি পর্ব ১ : কামে নয় , নামেই পরিচয় !!! হ্যাঁ ভাই , অবাক হবেন্না !! বিলাশবহুল বা সুপার স্পোর্টস এইসব গাড়ি সম্বন্ধে জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে কিছু নাম! এবং এইসব নামের অধিকারি সুযোগ্য পুত্র দের বাপধনেরা বাংলাদেশ নামক গরিব? দেশের কিছু শিল্পগোষ্ঠীর মালিক হয়ে থাকেন - সে যাগগে , মুল কথায় আসি ..........বাংলাদেশী এইসব বিলাশবহুল গাড়ির ক্রেতার ক্ষেত্রে যার নাম উচ্চারণ করতে গেলে আজকালকার পাঙ্কু ডিজুস পলাপাইন দের শ্রদ্ধায় মাথা নুইয়ে পড়ে .... কিংবদন্তী তুল্য সেই মানুষটির নাম হল "শুভ্র ভাই" । নিশ্চয় চিনে ফেলেছেন , হ্যাঁ তিনি নাভানা গ্রুপ এর মালিকের আদরের পুত্রধন । ছেলের দামি দামি কেনার খুবই শখ। আসুন তার গ্যারেজে একটু উকি দিই............. না না ভাই , চোখ রগডাবেন্না , আপনি ঠিক ই দেখেছেন !! আসুন বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি হেনেসি camaro এইচপিই ৬৫০ ,porche 997 টার্বো Silver w/ TechArt bodykit আর নিসান জিটিআর !!! :০ :০ :০ আবার একটু উঁকি দিই এবার নিসান এর বাম পাশে দেখেন একটা বিএমডব্লিউ এম-৫ !!! চলেন ওনার আরও কয়েকটি গাড়ি দেখি- গডজিলা খ্যাত নিসান জিটিয়ার এই গাড়ি সম্বন্ধে আরও জানতে দেখুন এখানে View this link এইটা হইল পোরশে Gemballa Cayenne Turbo with TechArt Magnum Bodykit .........এইটাও ওনার উপরে নিসান এর সাথে টয়োটা সুপরা উপরে নিশান এর সাথে পরশে ৯৯৭ টার্বো টেকআর্ট এইবার আসেন ওনার কেমারো টা দেখি উপরের ছবি দ্বারা প্রমান হয় যে এইটা বাংলাদেশে অবস্থিত (পাশের মারসিডিস এর নম্বরপ্লেট দেখেন ) এবার আসেন দেখি পোরশে গাড়িটা এবার দেখুন ওনার সদ্য ক্রয় করা দুইটা গাড়ি-Audi A8 and Jaguar XJF কথিত আছে উল্লেখিত শুভ্র ভাই এর দখলে এরকম আর ও ৪০ টি গাড়ি রয়েছে !!! এবং ওনার কেমারো টা উপমহাদেশের একমাত্র কেমারো !! কি হাঁপাইয়া গিয়াছেন ???? পানি খান , খেয়ে আসেন এবার আমরা বসুন্ধরা গ্রুপ এ যাই রোলস রয়েসের নাম নিশ্চয়ই শুনেছেন? এই কোম্পানির একটি সিরিজ আছে "সিল্ভার ঘোস্ট" , যেটা পুরা দুনিয়াতেই অনেক রেয়ার, মানে খুব অল্প সংখক ই বানানো হয়েছে । এই উপমহাদেশেই এই গাড়ি আছে মাত্র দুইজনের , একজন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং বলুন তো আরেকজনের নাম কি?? হা হা ..... ধরে ফেলেছেন , বসুন্ধরা গ্রুপ এর চেয়ারম্যান জনাব শাহ আলম সোবহান এর বড় ছেলে সায়েম সোবহান আনভির এর !!! মংলা বন্দর হতে নেওয়ার সময় সেল ক্যামেরায় তোলা কিছু ছবি এই হইল সেই বিখ্যাত " সিল্ভার ঘোস্ট " উপরে এইটা শাহ আলম এর বসুন্ধরায় প্রাসাদোপম বাড়ির সামনে তোলা এইবার চলেন দেখি গাড়ির ভিতরে- সিট এ ওনার নাম উপরে ছবিটা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ, তেজগাঁও এ সার্ভিসিং করানর সময় তোলা ছবি(এইটা কার রলস জানিনা ) এবার আসেন ওনার আদরের জামাই এর গাড়ির ছবি দেখি এইটা হইল পৃথিবী বিখ্যাত গাড়ি নিশান স্কাইলাইন ৩৫০জি এইবার আসেন ওনার গ্যারেজ এ উঁকি দিই হ্যাঁ মামা, ভুল দেখনাই ! নিশান এর পাশে এইটা বিএমডব্লিউ এম ৫ । আরও দেখুন বিএম ডব্লিউ টার ব্যাক সাইড না ভাই , আপনি স্বপ্ন দেখছেন না , আপনি এই বাংলাদেশেই আছেন, পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ এ!!! এবার আসি শিল্পপতি নিয়াজ হাসান এর গ্যারেজে । চলেন উঁকি মারি- কি চেয়ার থেকে পড়ে গেলেন বুঝি !!!! হ্যাঁ আপনি ঠিক ই দেখেছেন , এইটা একটা নতুন মডেল এর ফেরারি এফ ৪৩০ .... জি হ্যাঁ , গাড়ি না এইডা, এইটা ফেরারি ! আসেন, এই গাড়িটার আর ও কিছু ছবি দেখি- উপরের ছবিতে ফেরারির পাশে খেয়াল করুন , মিনি কুপার ! "দি ইতালিয়ান জব" মুভি টা দেখে থাকলে এই গাড়ি ভালভাবে চেনার কথা ঢাকা তে আর ও কয়েকটা ফেরারি আছে। এর মধ্যে রাস্তায় দেখে থাকবেন নিচের টা কে, লেক্সাস গাড়ির সাথে রেস দেওয়া অবস্থায় উপরে মিনি কুপার এর সাথে আছে সুবারু ইম্পেরজা নিচে যে ফেরারিটির দিচ্ছি এটি হচ্ছে আরেকটি বিখ্যাত মডেল এর ফেরারি, ফেরারি ৩২৮ জিটিএস। কথিত আছে যে, এটি এম মরশেদ খান এর সুযোগ্য পুত্র এম ফইসাল খান চালাতেন এবার চলেন আসি বনেদি জায়গা চট্টগ্রাম এ......... প্রকৃত অর্থে ই শিল্পপতিদের জায়গা ......প্রতি শুক্রবার বিকেলে আর রাত এ নেভাল আর জি ই সি রোড জুড়ে হয় গাড়ির রেস .... দেখার মত হয় তখন ....... প্রথম এ চলেন কন্টিনেন্টাল গ্রুপ এর মালিক এর বাড়ির সামনে উঁকি মারি হুম , এখানে দেখতে পাচ্ছি , রেঞ্জ রভার স্পোর্টস , ডানে বিএমডব্লিউ ৭ সিরিজ (৭৫০ ডি) এবং একেবারে পিছনে হামার , হ্যাঁ ভাই হামার (এইচ ২) এবারে চলেন চকবাজার মোরে জয়নগর এ হাবিব গ্রুপ এর মালিকের বাড়িতে যাই- সাধে কি আর বনেদি বলেছি !!! বা হতে রেঞ্জ রোভার , তার পাশে মারসিডিস , তার পাশে আউডি , তার পাশে দুইটা বি এম ডব্লিউ .... জীবনে আর কি লাগে !!!! বাপ্রে , অনেকখন ধরে লিখলাম, আর পারবনা এখন!! প্রথম পর্বের এখানেই সমাপ্তি ! আরও ২০০ এর মতো বাংলাদেশি সুপার কার এর ছবি আছে,ব্র্যান্ড অনুসারে সাজিয়ে পোস্ট দেয়ার ইচ্ছে আছে, যদি আপনাদের উৎসাহ পাই আর কী ! ২য় পর্ব - ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!! - পর্ব ২ ! এবারো না দেখলে মিস !! ৩য় পর্ব - ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!! - পর্ব ৩ !!! (শেষ পর্ব) যাওয়ার আগে একটা কাজ করুন তো......আয়নার সামনে দাঁড়িয়ে বলুন তো "বাংলাদেশ তৃতীয় বিশ্বের অন্যতম একটি দরিদ্র একটি দেশ !!!! " হ্যাপি ব্লগিং ছবি সূত্র ; CARS of bangladesh(FB),world motor showroom dhk ,google ,BDRC(FB),self-collection ডিসক্লেমার - ইন্টারনেট হতে সংগৃহীত বিধায় উপরে উল্লেখিত গাড়ীর মডেল ও গাড়ীর মালিকের নাম এ ভূল থাকা স্বাভাবিক , ভূল ধরিয়ে দিলে সংশোধন করে দেয়া হবে  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।