আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ আজো কি কাঁদবে স্পেনবাসী !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ চ্যাম্পস লীগের ফাইনালে খেলার চরম মনোবল নিয়েও রুখতে পারেনি ১০ জনের চেলসিকে বার্সেলোনা...৭৮% বল দখল আর মুহু মুহু আক্রমণে কোনঠাসা করেও চেলসিকে হারাতে পারেনি...ভাগ্য বিধাতা যেন তা হতে দেন নি...তাই ড্র করেই এবারের ২য় গুরুত্বপূর্ণ শিরোপা হাত ছাড়া হল তাঁদের... আজ স্পেনের শেষ ভরসা বার্সার প্রতিদ্বন্দ্বী স্বদেশী রিয়াল মাদ্রিদ...যদিও ব্রায়ান মিউনিখের বিরুদ্ধে ১ম লেগের খেলায় ১-২ গোলে পিছিয়ে রয়েছে আর ফাইনালে যেতে হলে রিয়াল কে পরিষ্কার ২ গোলের ব্যাবধানে জিততে হবে... রিয়াল ইতোমধ্যে গত শনিবার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে দেওয়ার পর ২০০৮ সালের পর এই প্রথমবারের মতো স্প্যানিশ লা লিগার শিরোপা এক প্রকার নিজেদের করেই রেখেছে...তাই চ্যাম্পস লীগের ফাইনালে উঠা সর্বোপরি চ্যাম্পস লীগ জেতার তীব্র বাসনা নিয়েই আজা বাংলাদেশ সময় রাত ১২-৪৫ মিনিটে বারনাব্যু মাঠে নামবে রিয়াল মাদ্রিদ... চ্যাম্পিয়নস লিগের সেমিতে তিনবার কোচ হয়ে দলকে ফাইনালে তুলতে পারেননি মরিনহো... এবার সেমির বৈতরণীটা পার ২০০৫ ও ২০০৭ সালে মারিনহো কোচ হিসেবে চেলসিকে ফাইনালে তুলতে পারেননি...গত মৌসুমে রিয়ালের কোচ হয়েও তিনি ঠেকে যান বার্সেলোনার শক্তিমত্তার কাছে...যদিও গত বছর বার্সেলোনার কাছে হেরে তিনি রিয়ালের বিপক্ষে উয়েফার ষড়যন্ত্রের ধোঁয়া তুলেছিলেন... অন্য দিকে...অ্যালিয়ানজ এরিনায় রিয়ালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ...সেই জয়ে এক ধাপ এগিয়ে থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল...এ মহারণকে সামনে রেখে সাবেক জার্মান ও বায়ার্ন অধিনায়ক অলিভার কান তাঁর দলের খেলোয়াড়দের মাথা ঠান্ডা রেখে বার্নাব্যুতে রিয়ালের মোকাবিলার আহ্বান জানিয়েছেন... আজ ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে বারনাবুতে...স্প্যানিশ ক্লাবের আদিপত্ত না নূতন শাসকের আবির্ভাব...রিয়াল আজ অগ্নিপীক্ষার মুখোমুখি...মরিনহ আর রোনালদোর আর একটু উচ্চতায় উড্ডয়নের সুযোগ...নিশ্চয়ই তাঁরা হাত ছাড়া করতে চাইবে না্‌...!!! REAL MADRID Casillas, Arbeloa, Pepe, Ramos, Marcelo, Khedira, Alonso, Di Maria, Ozil, Ronaldo, Benzema BAYERN MUNICH Neuer, Lahm, Boateng, Badstuber, Alaba , Gustavo, Schweinsteiger, Robben, Kroos, Ribery, Gomez

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।