মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
নোকিয়ার এখনকার একটি জনপ্রিয় স্মার্টফোন এক্স৭। এটি একটি সিম্বিয়ান স্মার্টফোন যা ২০১১ সালের শেষ থেকেই বাংলাদেশের বাজারে ভালো জনপ্রিয়।
১৪৬গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ১২মিলিমিটার। এতে আছে ৪" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি কালো অথবা সিলভার রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে .৬৮গিগা হার্জ প্রসেসর, ২৫৬ র্যাম, ১জিবি রম । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ ডাবল এলইডি ফ্লাস জুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ৭২০পি এইচডি ভিডিও করার সুবিধা সহ।
নোকিয়া এক্স৭ এ আছে বিএল-৫কে ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৬ঘন্টা টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৫০ঘন্টার অডিও চালাতে পারবেন।
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং ৩৩ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।
এত ফিচার সহ নোকিয়া এক্স৭ এর দাম পড়বে ৩৫,৯৫০ টাকা।
পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।