আমাদের কথা খুঁজে নিন

   

বালিকা-৪ (শাহজাহান আহমেদ)

গ্রীষ্মের কোন এক সন্ধ্যাকালে আলো আঁধারের মাঝে। দেখেছি তারে। দেখেছি বালিকার মুখ। ঢেউ খেলানো চুলের ফঁাকে জ্বল জ্বল করে জ্বলতে থাকা- বালিকার রুপ। আমি দেখেছি বালিকারে।

এত দিন খুঁজেছি যারে। মুখে ছিল তার, ভয় পাওয়া চাতকের ঢং। দেহ ছিল কলমি লতার মত। সেই থেকে মনে লেগেছে রং। রং লেগেছে মনে বালিকার তরে।

এত দিন আমি খুঁজেছি যারে। দেখেছি বালিকার ধীর পায়ে হেটে যাওয়া দেখেছি তার ফিরে আসা। দেখেনি সে বুকের দহন। বুঝেনি জমা কত হতাশা। হতাশার শুরু তারপরে।

যখন দেখেছি তারে। বালিকারে ! (শাহজাহান আহমেদ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।