আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি আমি সত্যিই জ্বীন দেখলাম?ওঝা,বাবারা কি বলেন?মনোবিজ্ঞানীরাই বা কি বলবেন?(অলৌকিক জিনিসের ব্যাপারে ভয় থাকলে নিজ দ্বায়িত্বে ঢুকবেন)

এডিটেড তখন হোস্টেলে পড়ি। খুব তাড়াতাড়িই শুয়ে পড়েছিলাম সেদিন কারণ ঘুম আসছিল। ১২টা বাজতেই পড়ে গেলাম বিছানায়। ঘটনাটা ঠিক রাতের কয়টা বাজে ঘটেছিল তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। রুমে আমরা দুজন ছিলাম।

রুমমেট আমার বিছানার পেছনে অবস্হিত পাঁচ হাত দূরে থাকা খাটে ঘুমন্ত। কক্ষে আমি আর সে ছাড়া কেউ নেই। আমার আগেই সে ঘুমিয়ে গিয়েছিল এবং প্রতিদিনের মত সেদিনও ফাইনালি রূমের দরজাটা এবং লাইট আমিই বন্ধ করেছিলাম। ঘুমের মধ্যেই অনুভব করলাম আমার বুকের উপর ক্রস স্টাইলে রাখা আমার দুহাতের কব্জিকে প্রচন্ড শক্ত করে নিজের দুই হাত দিয়ে কেউ ধরে রেখেছে। প্রচন্ড ব্যথায় ঘুমটা ভেঙ্গে গেল।

উল্লেখ্য আমার ঘুমটা খুবই পাতলা এবং নিকটবর্তী কোথাও ঘুমের ভেতর আমার সম্পর্কিত কোন কথা হলেও সঙ্গে সঙ্গেই ঘুম ভেংগে যায় এবং কি কথা হচ্ছে তা জানার জন্য আমার সেন্স সম্পূর্ণ সক্রিয় হয়ে ওঠে। ঘুম ভাঙ্গতেই দেখলাম সাত ফুট লম্বা সম্পূর্ণ সাদা কাপড় পরিহিত কিন্তু কলাগাছের মত আকৃতির ব্যাসের কাউকে। সে আমার খাটের পেছনে যেদিকে আমার মাথা আছে ঠিক সেইখানে দাঁড়িয়ে। আমি ঘাড় ঘুরিয়ে তাকে দেখতে চেস্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। চোখটাই শুধু তার দিকে রাখতে পারলাম।

দেখলাম তাকে পুরোপুরি। তখন আমার কমন সেন্স কাজ করছে সর্ব্বোচ্চ ঠিক যতটা আমার ক্ষমতা। সে নিজ দায়িত্বে বুকের উপর থেকে আমার হাতদুইটি সরিয়ে দিল এবং ঠিক ৩-৪ সেকেন্ড অবস্হান করল। তাকে দেখলাম সম্পূর্ণ কমন সেন্স নিয়ে। এরপর সে নিজেই অদৃশ্য হয়ে গিয়েছিল।

তবে একটা ব্যাপার কি অলৌকিক ব্যাপারসেপারে মোটামুটি আর ১০ জনের মতই ভীতি থাকলেও এই ঘটনাটি আমাকে মোটেই ভীত বা প্রভাবিত করতে পারলোনা। সকালে উঠে অবশ্য কাউকে জানাইনি। অনেকদিন পরে যখন হোস্টেল লাইফে এবং বিভিন্ন সময়ে ভূতের কাহিনী নিয়ে আড্ডা হচ্ছিল তখনই প্রথমবারের মত সবার সামনে এই ঘটনাটি আমি বর্ণনা করি। উল্লেখ্য এর পর কখনই এমন ঘটনা আমার জীবনে ঘটেনি। এটি ২০০৯ সালের সেপ্টেম্বর-নভেম্বরের ঘটনা।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।