ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ আজ মঙ্গলবার সকালে র্যাবের এএসপি জাফরউল্লাহ মামলার তদন্তের স্বার্থে পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন উল্লেখ করে সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা লাশ উত্তোলনের অনুমতি দেন। একই সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, মামলার নথি ও আদেশ জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে ডিবি পুলিশ আদালতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করায় ১৮ এপ্রিল মামলাটি র্যাবের কাছে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নিচে নয় এবং ৪৫ বছর বয়সের নিচে নয়, এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে বলা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজা বাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। বাংলাদেশে পুলিশ ক্লুলেস অনেক খুনের মামলা নিপুণতার সাথে সমাধান দিয়েছেন। পর্যালোচনায় দেখা যায় অনেক চাঞ্চল্যকর অথচ দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের খুনের কারণ বের করা জটিল হয়ে পরে। সেটা কি রাঘব বোয়ালদের বাঁচাবার খাতিরে? নাকি সত্যি অভেদ্য সেই খুনের রহস্য?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।