আমাদের কথা খুঁজে নিন

   

ফুল দিয়ো না মরার পরে, করোনা কেও শোক মিছিল

-ব্লগার সংগ্রামী মানুষ- আমাদের দেশের তথা বিশ্বের সর্বস্তরে দেখা যায় শবদেহে ফুলের ছড়া ছড়ি, শবদেহের উপরে দামী বাহারী কাপড় আর দীর্ঘ লম্বা শোক মিছিল সহ গিলিসারিন কান্না। মিডিয়াতে এই কৃত্তিম শোক আর গিলিসারিন কান্না দেখে মাঝে মাঝে চোখে জলও আসে কখনও বা মৃদু হাসিতে ঠোট বেঁকে যায়। মরার পর তাকে নিয়ে গড়ে ওঠে সংঘ, জীবন লিখে কেও কেও কামাতে চান দু-পয়সাও, সমাবেশে জ্বালাময়ী ভাষণ দিতে দেখা যায় এমনও লোককে যার চরণ দরশনও ঘটেনাই জীবনে বেঁচে থাকতে। হয়ে যায় সবাই সুভাকাঙ্খী, ছিলেন নাকি আপন জন। মোট কথা মৃতকে পুঁজি করে যে যেমন পারে নিজের পরিচিত থেকে শুরু করে নেমে পরেন ধান্দায়।

কিন্তু বেঁচে থাকতে হয়তো সেই ব্যক্তিটিই করে গেছেন সবার কাছে বাঁচার করুন আকুতি। জীবনের সব লাজ লজ্জা ভুলে হাত বাড়িয়ে ছিলেন সাহায্যের যে সাহায্যে মিলেছিল অনেক দোয়া, অনেক বুলি, সমবেদনা, কিন্তু আর্থিক কোন কিছুই মেলে না আমাদে সমাজে। আবস্থা আজি আমাদের সমাজের এমন যে, -তোমার জন্য জীবন আর অর্থ ছাড়া সব করতে পারি। - জীবন আর অর্থ ছাড়া থাকল কি আর বাঁকি? থাকে অনেক কিছুই সেটি হল বুলি। তোমার জন্য বুলি দিতে পারি, পারি জ্বাময়ী ভাষণ দিতে দু'হাত তুলে আর্শিবাদ করতে।

আমাদের ডিজিটাল মিয়িয়া ব্লগ?? এখানেও হয়তো শোকবার্তা স্টিকি হয়ে থাকবে ৫/৭দিন কিন্তু বেঁচে থাকতে স্টিকি হয়না তিন দিনও। জানি না কোন বেড়া জালে আমাদের সমাজ, কোন পথে আমাদের সভ্যতা? কিইংবা আমাদের রং? একজন সংগ্রামী মানুষ যিনি বেশ কদিন ধরে সাহায্যের আবেদন করে চলেছে কিন্তু বড়ই আশ্চর্য্যের বিষয় তিনি সাহায্য হিসেবে পেয়েছেন মাত্র ৫শত টাকা। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যাদের চায়ের টেবিলে চলে যায় ৫শত টাকা। তার জন্য আমাদের হৃদয় উথলে ওঠে ভালবাসায় কিন্তু করতে পারি না কোন আর্থিক সাহায্য। যদি কোন সহৃদয় ব্যক্তি আর্থিক ভাবে বা হসপিটালিটি ভাবে সহযোগিতা করতে চান প্লিজ এগিয়ে আসুন।

তার ছোট্ট দুটি বাচ্চার কথা ভেবে, সমাজের কথা ভেবে প্লিজ এগিয়ে আসুন। অনেকে ১০০/২০০টাকা লজ্জায় দিতে চান না। কিন্তু সবার প্রতি অনুরোধ আপনার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবেন করবেন। এতে লজ্জার কিছু নাই। তাই আসুন আমরা এগিয়ে আসি।

পোষ্ট অফিসের মাধ্যমে পাঠাতে চাইলে.......... নামঃ শহীদুল ইসলাম খান মোবাইলঃ ০১৭১২৫৯০৯২৩ পোষ্ট কোডঃ ১৬১০ জেলাঃ নরসিংদী বা উনার স্ত্রীর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্টে। নামঃ আয়েশা আক্তার একাউন্ট নম্বরঃ ০১৭১২৫৯০৯২৩৪ ডাচ বাংলা ব্যাংকের যেকোন ব্রান্চ বা মোবাইল ব্যাংকিং বুথ থেকে এই নম্বরে টাকা পাঠানো যাবে। অথবা এই একাউন্টে যা সরাসরি উনার কাছে চলে যাবে। নামঃ Mahmudul Hasan Ferdous একাউন্টঃ 123.101.85339 ব্যাংকঃ Dutch Bangla Bank Ltd. সুইফট কোডঃ DBBL BD DH বিষয়টি আপনাদের ফেসবুকে শেয়ার করে অনন্ত ২জনার সাথে শেয়ার করতে বলবেন। পূর্বের লেখা: Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।