পাহাড়ের কূলে বেড়ে ওঠা সেই মেয়েটার শৈশব কেটেছে অবারিত সবুজ, বৃষ্টি আর পাহাড়ি ফোলের এক অনাবিল ভালবাসায়... নিজেকে বোঝার আগেই বোঝে গিয়েছিল তাঁর সমস্ত অস্তিত্ব জুড়ে বাসা বেঁধে আছে কদম নামের এক মাতাল করা ফুল !! যদিও বাগানে বিরাট বড় এক গোলাপ গাছ ছিল! সারা বছর ই গাছ টা গোলাপ এ ভরে থাকতো। তবুও তাঁর মন ভরতো না। পুরু মাথা উল্টিয়ে ঘাড় ব্যাথা ধরিয়ে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতো আকাশ সমান সেই কদম গাছটার দিকে... ঘুম ভাঙ্গা সকালে নিজেকে আবিষ্কার করতো উঠোন জুড়ে পরে থাকা কদম পাপড়িতে... আর তখন যদি বৃষ্টি হত তাহলে তো কথাই ছিল না। এতো কম বয়সে কেউ বৃষ্টি এতো ভালোবাসে ? সেও তা জানত না। তারপর কেটে গেছে অনেক বছর, শহরের যান্ত্রিকতা অনেক ব্যস্ত করে দিয়েছে তাকে। আগের মতো ইচ্ছে হলেই বৃষ্টিতে ভিজতে পারেনা, পারেনা কদম ফুল ছুঁতে, পারেনা কারো কাছে আবদার করতে আমায় আরও কয়েকটা কদম পেড়ে দাও! আজ তাঁর ভাল লাগার তালিকায় অনেক ফোলের নাম আছে। তবুও ভুলে যায়নি সে, তাঁর প্রথম ভাললাগার, ভালবাসার ফুল কদম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।