আমাদের কথা খুঁজে নিন

   

এক মাতৃভূমির হাহাকার...

উড়তে ঘুরতে কোথায় গেলি আমার মানিকেরা?? আমার বীর বাছারা কই হারিয়ে গেলি তোরা??এই কাদের হাতে ফেলে গেলি আমায়?? এত ত্যাগ,এত কষ্ট,এত রক্ত দিয়ে আমার সম্ভ্রম রক্ষা করলি,আমায় স্বাধীন করলি কি এই দিন দেখার জন্যে? কত আশা ছিল তোদের,কত স্বপ্ন দেখতি তোরা,বলতি গড়বি আমায়,সোনার দেশ বানাবি। তোরা একে একে চলে গেলি,আর আমি তোদের ভালবাসা বুকে নিয়ে এই আশায় এত বছর পার করলাম যে তোদের বংশধরেরা আমায় সোনার দেশ বানাবে,ভেবেছিলাম তাদের চোখেও থাকবে তোদের সেই চাহুনি, মনের ভিতর থাকবে তোদের মত দেশপ্রেম,থাকবে ভাতৃত্ব।। ভেবেছিলাম তাদের ভেতর তোদের আবার ফিরে পাবো, তোদের মতই তারাও ভালবাসবে আমায়... কিন্তু এই আমি কি দেখছি ???? গড়ার বদলে তাদের চোখে যে ধ্বংসের নেশা,যে নেশা দেখেছিলাম শত্রুদের চোখে, এই ধংসের খেলায় আমি যে বিধ্বস্ত।। তোদের রক্তক্ষরণ আমার বুকেও রক্তক্ষরণ ঘটিয়েছিল ...সেই সাথে গরবে বুক ভরে ছিল,আমার সন্তানেরা আমার জন্যে যুদ্ধ করছে এটা ভেবে।।কিন্তু এরা যে নিজেরা নিজেদের স্বারথে একে অপরের রক্ত ঝরাচ্ছে অকারণে... মানতে বড়ই কষ্ট হচ্ছে এরা তোদেরই উত্তরসুরি... যে স্বাধীনতা তোরা এত কষ্টে ছিনিয়ে এনেছিলি,এরা যেন তার অর্থই বুঝলনা... আমি যে আর পারিনারে... তোরা ফিরে আয় না আমার মানিকেরা... সোনার দেশ হতে চাইনা ....আমার মাটি টুকুকেই বাঁচা তোরা... আমায় বাঁচা তোরা ... আমায় বাঁচা ...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।