আমাদের কথা খুঁজে নিন

   

মোর দ্যান শিওর, ইলিয়াসকে লুকিয়ে রাখা হয়েছে - ব্যারিস্টার রফিক উল হক

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, যারা গুম করবে, যারা অপকর্ম করবে, তাদেরই ভিকটিম (ভুক্তভোগী) হতে হবে। আজ সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি সন্ধ্যায় বিএনপির নেতার বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বর্ষীয়ান এ আইনজীবী সাংবাদিকদের জানান, ইলিয়াস আলীকে গুম করা হয়নি, তাঁকে লুকিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘উনি জীবিত আছেন।

আশা করি, তাঁর কিছু হয়নি। আমি মোর দ্যান শিওর, তাঁকে লুকিয়ে রাখা হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, এ মুহূর্তে তাঁকে তাই বের করা যাচ্ছে না। টাইম ইজ দ্য বেস্ট হিলার। ’ কীসের ভিত্তিতে তিনি নিশ্চিত হচ্ছেন যে ইলিয়াস আলীকে লুকিয়ে রাখা হয়েছে, এ প্রশ্নের উত্তরে রফিক-উল হক বলেন, ‘পরিস্থিতি বিশ্লেষণ করেই আমার এমনটা মনে হয়েছে।

যে লোকটা নিখোঁজ হলো, সরকার তাঁর বিরুদ্ধে ১০ বছর আগের একটি ঘটনার মামলা দিয়েছে। ওই মামলাটি কী বলে দেয়! রাত ১২টায় ওই মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দেওয়া হয়। এটা কোনো সাধারণ মামলা নয়। এর পেছনে যথেষ্ট শক্তিশালী পক্ষের হাত রয়েছে। ’ তাঁর মতে, প্রভাবশালী কোনো মহল বা শক্তি ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত বলেই তাঁর বিশ্বাস।

এতেও সরকারের ইশারা রয়েছে। ইলিয়াস আলীর গুমের ঘটনাকে তিনি কীভাবে দেখছেন, জানতে চাইলে রফিক-উল হক বলেন, যারা গুম করবে, যারা অপকর্ম করবে, তাদের ভিকটিম হতে হবে। হত্যা, হনন আর হিংসার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এ ধরনের রাজনীতি দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না। এ সংকট থেকে উত্তরণে নাগরিক সমাজ ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার পক্ষে মত দেন রফিক-উল হক।

আমার প্রশ্ন আপনার কি মনে করেন? সুত্রঃ প্রথমআলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।