আমাদের কথা খুঁজে নিন

   

১০০% ভাইরাসমুক্ত আইডিএম লেটেস্ট ভার্সন আপডেটঃ IDM v6.10.2 (Final)

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। *** প্যাচ/ক্র্যাক ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এগুলাতে প্রায়ই ভাইরাস/ট্রোজান থাকে। এইসব বদ জিনিষকে সাইজ করতে ব্যবহার করি নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ আর ম্যালওয়্যারবাইটস।

সাথে কী'লগার ধরার জন্য জন্য Zemana Antilogger তারপরও ক্র্যাক ফাইল নিয়ে মন খুঁতখুঁতায়। তাই virustotal সাইটে গিয়ে এই ক্র্যাক ফাইলটা আপলোড করে ৪৪টা অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে তারপর ইন্সটল করলাম। ৪৪টি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা ভাইরাস টোটাল সাইটের রিপোর্টটি দেখে নিতে পারেন এখান থেকে ... ডাউনলোড লিঙ্ক | রার আর্কাইভ (ক্র্যাকসহ) | ৬ মেগাবাইট অথবা, ডাউনলোড লিঙ্ক-২ | রার আর্কাইভ (ক্র্যাকসহ) | ৫ মেগাবাইট ইন্সটলেশন ও ক্র্যাক করাঃ ১. এখান থেকে (আইডিএম-এর অফিশিয়াল ওয়েবসাইট) লেটেস্ট ভার্সনটির সেটাপ ফাইল ডাউনলোড করে ইন্সটল করে নিন। ২. এই পোস্টে দেয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করা রার আর্কাইভটি এক্সট্র্যাক্ট করলে নিচের ফাইলগুলো পাবেন- ৩. এবার crack ফোল্ডারের idman.exe ফাইলটাকে কপি করে আপনি যেখানে আইডিএম ইন্সটল করেছেন (সাধারণত C:\Program Files\Internet Download Manager) সেই ফোল্ডারে পেস্ট করুন। ৪. সবশেষে crack ফোল্ডারের RegKey Windows 32-bit.reg ফাইলটায় ক্লিক করে রেজিস্ট্রিতে ইনফরমেশন এড করে নিন (আপনার উইন্ডোজ যদি ৬৪ বিটের হয়ে থাকে তাহলে RegKey Windows 64-bit.reg ফাইল) খেল খতম, আইডিএম হজম!! হ্যাপি ডাউনলোডিং পুনশ্চ ১- প্রোগ্রাম রানিং এরর মেসেজ দেয়ার সমস্যার সমাধান- টাস্কবারের আইডিএমের আইকনে রাইট ক্লিক করে exit করুন, তারপর replace করুন পুনশ্চ ২- আইডিএম ইন্সটল করা থাকলে পুরাতন ভার্সন আনইন্সটলের প্রয়োজন নেই।

উপরের নিয়মে টাস্কবার থেকে exit করে নিয়ে পোস্টের নিয়মগুলো অনুসরণ করলেই চলবে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।