মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
নোকিয়া সি৭-০০ একটি স্টাইলিস টাচস্ক্রিন ফোন। নোকিয়া এটি বাজারে আনার ঘোষণা দেয় ২০১০এর সেপ্টেম্বরে এবং ২০১১ সালে এটি বাংলাদেশের বাজারে আসে।
নোকিয়া সি৭-০০ ২জি এবং ৩জি উভয়ই নেটওয়ার্কই সাপোর্ট করবে, এবং ভালই শক্তিশালী ওয়াইফাই ছাড়াও এতে ৩২ ক্লাসের জিপিআরএস এবং এজ ইন্টারনেট সুবিধা থাকছে। এছাড়াও সফটওয়ার আপডেট করে নিলে এনএফসি কানেক্টিভিটি সুবিধা পাবেন।
এতে ২৫৬এমবি র্যাম ও ১জিবি রম থাকছে, এবং ইন্টারনাল মেমরি ৪০এমবি। এটি মাইক্রোএসডি মেমরিকার্ড সমর্থন করে। যা দিয়ে এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে রয়েছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ ৮মেগাপিক্সেল ক্যামেরা, সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। যা দিয়ে আপনি 3264x2448 পিক্সেল আকারের ছবি অনায়াসেই তুলতে পারবেন। এছাড়াও থাকছে ভিডিও স্টাবিলাইজেশন ফিচার সহ ৭২০পি মানের এইচডি ভিডিও রেকোরডিং সুবিধা।
নোকিয়া সি৭-০০তে রয়েছে ৩.৫" ওয়াইডস্ক্রিন টিএফটি ১৬মি রঙের ক্যাপাসিটিভ টাচস্ক্রিন স্ক্রাচ প্রতিরোধক ডিসপ্লে এবং এটি মাল্টিটাচ সমর্থন করে।
মোবাইলটি মোট ৩টি রং এ পাওয়া যাচ্ছে।
এই মোবাইলটি দিয়ে আপনি অনলাইন টিভি দেখতে পারবেন, এছাড়াও থাকছে টিভি র জন্য এভি আউটপুট।
এতে থাকছে নোকিয়া বিএল-৫কে ব্যাটারি যা আপনাকে সাড়ে ৯ ঘন্টা একটানা কথা বলার স্বাধীনতা দিবে, এছাড়া একবার চার্জ দিয়ে আপনি একটানা প্রায় ৫৪ঘন্টা গান শুনতে পারবেন।
এতো ফিচার সহ নোকিয়া সি৭-০০ মোবাইল হ্যান্ডসেটটির দাম বর্তমানে মাত্র ২৯,৫০০ টাকা। পাবেন নোকিয়ার সকল আউটলেট সহ যেকোনো মোবাইলের দোকানে।
মোবাইল টির ব্যাপারে যেকোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে।
এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট দিতে পারেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। এছাড়া মোবাইল বিষয়ক নিয়মিত পোস্ট পড়তে এখনই যোগ দিন আমাদের গ্রুপে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।