কোন জনাকীর্ণ হল ঘরে বসে আছেন আপনি, হাতে চায়ের পাত্র। আপনার থেকে কিছুটা দুরে চায়ের পাত্র হাতে বসে আছেন আরেকজন। দুজনার চোখাচাখি। প্রথম দেখায় প্রেম এবং পরবর্তীতে সুখের সংসার। এভাবে প্রায়শ প্রথম দেখাতেই প্রেমে পড়ার গল্প শোনা যায়।
কিন্তু কেন মানুষ প্রথম দেখাতেই প্রেমে পড়ে?
গবেষকদের দাবি, মানুষ অতি দ্রুতই প্রেমে পড়তে পারে। এমনকি এটা ঘটতে পারে প্রথম দেখার মাত্র তিন মিনিটের মধ্যেই। এক্ষেত্রে আপনার মাথা শুধু একটি বিষয় বিবেচনা করবে- যে ব্যক্তির প্রেমে পড়েছেন, তার সামর্থ্য কতটুকু?
অনেক সময় দেখা যায়, দীর্ঘদিনের বন্ধুও ভালো প্রেমিক-প্রেমিকা হতে পারে। আর বন্ধুত্বের ক্ষেত্রেও প্রথম তিন মিনিট খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু বিষয়ে এই গবেষণার ফলাফলে দেখা যায়, যারা একত্রে প্রথম তিন মিনিট ভালো সময় কাটান, নয় সপ্তাহের মধ্যে তারা খুবই ভালো বন্ধু হতে পারে।
এক নজরেই ভালো লাগা শারীরিক : এই সম্পর্কে জানতে পড়ুন--- http://www.notun-din.com/?p=3625 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।