আমাদের কথা খুঁজে নিন

   

আসল খবর বনাম বিটিভির খবর

আসল খবর দেশে ফুলকপির বাম্পার ফলন বিটিভির খবর এই মৌসুমে দেশে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মাঠে এখন শুধু ফুলকপি আর ফুলকপি। এত ফুলকপির কারণে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কৃষকের ঘরে ঘরে। এদিকে এত ফুলকপির জন্ম দেওয়ায় কৃষক, শ্রমিকসহ দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ এক বাণীতে তিনি বলেন, ‘আমার দল যখনই ক্ষমতায় এসেছে, তখনই ফুলকপির বাম্পার ফলন হয়েছে।

এই ফুলকপি মূলত দেশের গণতন্ত্রের প্রতীক। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা নিশ্চিত করতে পেরেছে বলেই এত ফুলকপি জন্মাতে পেরেছে। ’ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আরও বাণী দিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের অন্যান্য নেতা। আসল খবর তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত বিটিভির খবর গতকাল সকাল থেকে হঠাৎ করে দেশে অনেক গরম পড়ে গেছে। এ গরমের জন্য বিরোধী দলকে দায়ী করছে দেশের জনগণ।

আজ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারের অনুগত লোকজন। সমাবেশ শেষে তাঁরা বলেন, এই বিরোধী দল দেশের উন্নতি চায় না। তারা দেশের উন্নতির লাগাম টেনে ধরতে চায়। তাই তারা গরম দিয়ে দেশকে অচল করে দিতে চায়। উন্নয়নের চাকা থামিয়ে দিতে চায়।

তাঁরা বলেন, বর্তমান সরকার বিরোধী দলের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। এদিকে বিরোধী দলের গরম চক্রান্তের ব্যাপারে প্রধানমন্ত্রী একটা বাণী দেবেন বলে জানা গেছে। বাণী দিলে মুহূর্তের মধ্যেই তা বিটিভিতে প্রচার করা হবে। আসল খবর ডিমের উৎপাদন বাড়াতে হবে, বলেছেন ডিমমন্ত্রী বিটিভির খবর ডিমমন্ত্রী বলেছেন, দেশে ডিমের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সকল মোরগ-মুরগিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ডিম সোসাইটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই মহান বাণী দেন ডিমমন্ত্রী। তিনি বলেন, ডিম একটি চমৎকার বস্তু। দেখতে সুন্দর। গোলগাল চেহারা। তাই মোরগ-মুরগি ভাই ও বোনেরা আমার, আপনারা ডিম উৎপাদন করুন।

এই সরকার আপনাদের পাশে আছে সব সময়। বিরোধী দলের কথায় কান দেবেন না। আপনারা মনোযোগ দিয়ে ডিম পেড়ে যান। এদিকে বিটিভির গবেষকেরা মনে করেন, মহান দার্শনিক সক্রেটিসের পরে এ রকম উচ্চমার্গীয় বাণী আর কেউ দেননি। তাই বিটিভি ডিমমন্ত্রীর এই বাণীকে গুরুত্ব সহকারে পরিবেশন করছে।

আসল খবর সোমালিয়ার উত্তর প্রদেশে ধরা পড়েছে বিরাট বড় পুঁটিমাছ বিটিভির খবর গতকাল সকালে সোমালিয়ার উত্তর প্রদেশে এক বিরাট বড় পুঁটিমাছ ধরা পড়েছে বলে জানা গেছে। এদিকে পুঁটিমাছ ধরা পড়ায় সোমালিয়াবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পুঁটিমাছ আসলে বাংলাদেশের কোনো এক জলাশয়ের উদার গণতান্ত্রিক পরিবেশে জন্ম নিয়ে বড় হয়েছে। পরে বিরোধী দলের ষড়যন্ত্রে খাল-বিল সাঁতরে সোমালিয়ায় পৌঁছেছে। আশার কথা হলো, সোমালিয়াবাসী পুঁটিমাছটাকে ধরতে পেরেছে।

এই পুঁটি শিকারের মাধ্যমে সোমালিয়া ও বাংলাদেশের পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আসল খবর সারা দেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি। জনজীবন বিপর্যস্ত বিটিভির খবর এ সরকারের আমলে নতুন এক রেকর্ড সৃষ্টি করল বাংলাদেশ। গতকাল সারা দেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এদিকে এ রেকর্ডের কারণে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। আমাদের নির্বাচনী ইশতেহারেও বলেছিলাম, আমরা নানা রকম রেকর্ড করব। আমরা কথা রেখেছি। এ সরকার উন্নয়নের সরকার। ’ এদিকে এত বৃষ্টি থেকে কিছু বৃষ্টি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

সূত্র: আলিম আল রাজি, প্রথম আলো ২৩-০৪-২০১২ http://www.somewhereinblog.net/blog/Razybd ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।