অতি সাধারণ চোখ ভরা স্বপ্ন স্বপ্ন দেখি ভাল কিছু করার। লেখালেখি করার চেষ্টা করি তবে ভাল ভাবে পারি না । তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। চারিদিকে অপঘাত মিছে অগ্নিপাত সাবলীল ভাবে গনতন্ত্র হচ্ছে খুন, স্বাধীন দেশে চলছে ঘাত প্রতিঘাত সংবিধান আর ধারাতে ধরছে ঘুণ। রাজনীতির মাঠে ঘাটে জ্বলে আগুন কত শত রহস্য দেখি রাত্রি প্রভাত, শাসক চরিত্রে মোড়া যত মন্দ গুন জনতা সহে যায় কত দুঃখ আঘাত। চল আজ জেগে উঠি নতুন প্রত্যয়ে নতুন ভাবে যেন নাহয় অবিচার, কোন অন্যায় না হয় কোন অত্যাচার কোন বাঁধা বিপত্তি আসেনা এ বিজয়ে। নিজের অধিকার চাই কিসের ভয় এই দেশ এ মাটি কারু একার নয়। সোহেল মোস্তাফিজ ২৩/০৪/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।