All is well বিএনপি নেতা ইলিয়াস গুম হওয়াই আমরা সবাই মর্মাহত এবং আমরা এর প্রতিকার চাই। কিন্তু একজন ইলিয়াস গুম হওয়ায় হরতালের জন্য বাংলাদেশের ১৫ কোটি লোককে জিম্মি করা হয়েছে। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য লোক গুম হচ্ছে নতুবা নিহত হচ্ছে, কিন্তু তাদের জন্য কই কিছুতো হয়না। দু'একদিন শুধু পত্র পত্রিকায় লেখা লেখি হয়, কিন্তু হরতাল তো হয়না। তার মানে পার্টির নেতার জীবনের মূল্য আছে আর আমাদের সাধারন লোকের জীবনের, কষ্টের কোন মূল্য নেই। বাংলাদেশে এভাবে আর কতদিন চলবে? আমরা কি বিএনপি-আওয়ামিলীগ-জামাত এই চক্র হতে বের হতে পারবনা? আমরা কি কোন দিন অবহেলিত তৃতীয় বিশ্বের দেশ হইতে বের হয়ে উন্নত বিশ্বের কাতারে দাড়াতে পারবনা? আমরা কি সারাজীবন সন্ত্রাসী আর দূর্নীতি বাজ লোককে ভোট দিতে থাকব? আমরা কি এই অবস্থা হইতে কোনদিন পরিত্রান পাবনা? আসুন আমরা নতুন নেতৃত্ব গঠন করি। সন্ত্রাস এবং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।