বাংলাদেশ স্বাধীন হল। কিন্তু স্বাধীন হল না বাংলাদেশীরা। নামকাওয়াস্তে স্বাধীনতার পর ঘুরে পালটে গোবরের পর লাদি, লাদির পর হাগা, হাগার পর আবার গোবরের আবির্ভাব। এভাবেই চলছে সরকার বদল। বাংলাদেশের মানুষের কি হুশ ফিরবে না? এসব ময়লার স্তূপ কি সরিয়ে ফেলার প্রয়োজনটুকু কোনদিন বাংলাদেশীরা অনুভব করবে না? ছুতানাতা দিয়ে এরা নিজেদের দলকে প্রতিষ্ঠা করতে চায়, সেটা মানুষের জন্য মঙ্গলজনক হোক আর না হোক। হরতাল দিয়ে এরা বাস ভাংচুর করছে, পুড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করছে। কে জবাবদিহি করবে এর জন্য? সত্য যে কথাটি বলতে হয় যে, সব অনিষ্টতার মূল হল ইসলামের অনুপস্থিতি। ইসলাম যদি মানা না হয়, তবে কোনদিন এসব সমস্যার সমাধান হবে না, শুধু সমস্যার বেড়াজাল তৈরী হবে। বাংলাদেশের মানুষের হুশ ফিরুক। মানুষেরা জানুক যে, ইসলামে হরতাল হারাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।