ধুর আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষের দেখা আমরা পাই যারা বন্ধুত্বের কোন দামই দেয় না। তাদের কাছে দুই-চাইরটা বন্ধু আসলে গেলে কিচ্ছুই যায় আসে না।
আপনি যতই তার ব্যাপরে কেয়ার করেন না কেন, সেটা তার কাছে কিছুই না। তার একটা স্বার্থে টান পড়লেই আপনাকে ছেড়ে চলে যাবে। যাবার সময় আবার বলে যাবে, "তোর মত ফ্রেন্ডের আমার দরকার নাই"।
আপনি হয়ত অবাক হবেন, এত ভালবাসেন আপনার বন্ধুকে, সে কি করে এমন করে? অবাক হবেন এটা ভাবে, যে এই মানুষকেই হয়ত আপনি আপনার সব থেকে ভাল বন্ধুর আসনে বসিয়েছিলেন।
এর থেকে বেশি অবাক হবেন যে এই মানুষটা সত্যিই আরও বন্ধু পাচ্ছে, তাদের সেই বন্ধু পাবার কোন শেষ নাই। শুধু পাচ্ছে আর পাচ্ছে। কষ্টে থাকে না কখনো। তাকে কেয়ার করার জন্য কেউ না কেউ আছে।
আগে এই বিষয়টা আমাকে খুব বেশি পোড়াত। কি করে সম্ভব হয় এমন? কোন কুল কিনারা করতে পারি নাই। যাকেই জিজ্ঞাসা করি, সেই বলে যে এটা নাকি কপাল।
গতকাল রাত্রে এই বিষয়টা আমাকে স্বাভাবিকের তুলনায় বেশিই চিন্তায় ফেলেছিল। কোন ভাবেই স্বাভাবিক হতে পারছিলাম না।
হঠাৎ একটা জিনিষ মাথায় আসল। তারপর এখন ভালই লাগছে। আপনাদের সাথে শেয়ার করি।
যারা পতিতা, তারা কিন্তু ভাগ্যের টানে পতিতা। নিজে ইচ্ছা করে কেউ এমন না।
তাই তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা হয়ত টাকার জন্য এমন পতিতা স্বভাবের। কিন্তু এই মানুষ গুলি মন থেকে আসলে পতিতা স্বভাবের। পতিতারা যেমন তার জীবনে কে আসল, কে গেল এইসবের তোয়াক্কা করে না, এই ধরণের মানুষ গুলিও তোয়াক্কা করে না যে কে তার বন্ধু হল আর কে গেল। পতিতারা যেমন তোয়াক্কা করে না কে বেশি কেয়ার করল, আর কে করল না, এদেরও চিন্তা করা লাগে না। পতিতাদের যেমন একের পর এক এক কাষ্টমার যায় আসে, এদের লাইফেও বন্ধু আসে আর যায়।
পতিতারা যেমন কোন কোন কাষ্টমার কে কিছুদিনের জন্য ধরে রাখে, এবং এক সময় সেই কাষ্টমার হাত ছাড়া হয়। এদের লাইফেও ঠিক তেমনি কিছু বন্ধু আসে যারা বেশ কিছু সময় থাকে, পরে আবার চলে যায়।
এখন আপনি যদি এমন কোন পতিতা স্বভাবের মানুষের হাতে পড়ে থাকেন, এবং সে আপনাকে ছেড়ে চলে যায়, আপনার কষ্টের কিছু নাই, অবাক হবারও কিছু নাই। কিছু সৌখিন পতিতা আমাদের মাঝে আছে, যারা এমনই। বরং আপনার খুশি হওয়া উচিত যে আল্লাহ আপনাকে এমন একজন পতিতা স্বভাবের মানুষের হাত থেকে রক্ষা করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।