আমাদের কথা খুঁজে নিন

   

চল আজ চলি দুজনে অজানার পথে

জীবন যেখানে স্তব্ধ হয়ে আছে চল আজ চলি দুজনে অজানার পথে যেখানে কেউ আমরা কারো সঙ্গী না হয়েও আজন্ম বন্ধুর মত হেটে যাব আজন্ম না দেখা স্বপ্ন গুলোকে দুজনে বুনবো একই সঙ্গে কেউ দেখবনা কারো স্বপ্ন, কিন্তু দুজনেই বুনে যাব একই স্বপ্ন পূর্নিমার চাঁদ আর সাগর এর জল যেমন কখনো কাউকে ছুতে পারেনা কিন্তু চাদ যেমন সাগর এর জলে নিজের ছায়া দেখেই পুলকিত হয় ভালবাসায় আকৃষ্ট , মোহাবিষ্ট থাকে এস আমরাও দুজনে দুজনের চোখের তারায় দুজনেক দেখি পূর্নিমার চাঁদের সেই আনন্দের সঙ্গে আমরাও একাত্ত হয়ে যাই .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।