আমি নতুন কিছু পড়তে ভালবাসি আজকে সারা দেশব্যাপী বিএনপির ডাকে হরতাল পালিত হচ্ছে। যদিও বিএনপির ডাকে হরতাল হচ্ছে, কিন্তু আমি মনে করি এই হরতাল ডাকার মূল নায়ক হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যদি বিএনপিকে উস্কে না দিতেন তাহলে হয়তো তারা এই হরতাল ডাকতেন না।
এমনিতেই বর্তমান সরকার বিরোধীদলের উরপ নির্যাতনের মাত্রা যারপরনাই বাড়িয়ে দিয়েছেন তার উপর আবার সময় সময়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক কথাগুলো বিরোধী দলকে ক্ষেপিয়ে তুলছে। কয়েকদিন আগে আমাদের একজন চোর চাঁদাবাজ মন্ত্রী হাতে নাতে ধরা খাওয়ার পরও বিভিন্ন নাটকের পরে তাকে আবারও মন্ত্রী বানানো হলো।
সকলের মুখে মুখে যখন এই কথা তখন সেটাকে ঢাকার জন্য (বিশিষ্ট জনের বক্তব্য) বিএনপির শীর্ষ নেতা ইলিয়াস আলীকে গুম করা হলো।
একজন মানুষ যখন গুম হন তখন তার পরিবারের অবস্থা কেমন হয় তা একটু চিন্তা করলেই বোঝা যায়। সেই পরিবারে তখন শোকের ছায়া নেমে আসে। আর এই শোক আরও বহুগুনে বেড়ে যায় তখন যখন সেই গুমকে তাদের উপরই চাপিয়ে দেওয়া হয়। ইলিয়াস আলীর ক্ষেত্রেও তাই ঘটেছে।
ইলিয়াস আলী যখন গুম হলেন তখন কোন সহানুভূতি তো দেখানো হলই না বরং আমাদের প্রধানমন্ত্রী সেই গুমকে বিএনপির উপরই চাপিয়ে দিলেন, শুধু তাই নয় গভীর রাতে তার বিরুদ্ধে মামলাও করা হলো! আদর্শিক মতোবিরোধ থাকতেই পারে, তার মানে তো এই নয় যে একজনকে আমি আগুনে পড়ে যেতে দেখবো আর আদর্শিক বিরোধী হওয়ার কারনে তাকে উদ্ধার না করে তাকে আরো সেই আগুনেই ফেলে দেওয়ার ব্যবস্থা করবো! এটা যার পক্ষেই সম্ভব হোক না কেন অন্তত প্রধানমন্ত্রীর দ্বারা সম্ভব হতে পারে না।
যখন এই গুমের ঘটনা ঘটলো তখন প্রধানমন্ত্রীর এই উস্কানীমূলোক কথায় স্বাভাবিকভাবেই জনগন ক্ষেপে যাবে আর সেই খ্যাপার বহিপ্রকাশ হচ্ছে আজকের হরতাল। প্রধানমন্ত্রী যদি এমন বাজে কথা না বলে সকলকে সান্তনা দিতেন আর ইলিয়াস আলীকে বের করার আশ্বাস দিতেন তাহলে আমার বিশ্বাস এমন হরতাল এই জাতির উপর এসে পড়তো না।
এখন পর্যন্ত বিরোধী দলের অনেক নেতা-কর্মীকে গুম করা হয়েছে, তাদের কারো কারো লাশ পাওয়া গেলেও এখন পর্যন্ত কারো সেই লাশ পর্যন্ত্ও পাওয়া যায়নি! এভাবে গুমের সংস্কৃতি চালু হলে অদুর ভবিষ্যতে যে প্রধানমন্ত্রীও গুম হবেন না তা কি নিশ্চিত করে বলা যায়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।