বাস চালক বদর উদ্দিন হত্যার জন্য আমি দায়ী
সাভারে মাইক্রো চালক আবদুর রশিদ হত্যার জন্য আমি দায়ী
হ্যাঁ, আমি দায়ী।
কারণ খালেদার কোন এক জনসভায় আমিও স্লোগান তুলেছিলাম
বজ্র মুষ্ঠি তুলে গর্জে ওঠেছিলাম
খালেদা তুমি এগিয়ে চল...
আমরা আছি তোমার পাশে...।
খালেদা এগুতে এগুতে গনভবনে চলে গেছেন
আমি এখনো রাজপথে ঠায় দাড়িয়ে।
খালেদারা আমাদের পাশে রাখেন না
তবু বারবার তাদের বিশ্বাস করি...
এর জন্য আমি দায়ী।
আজ ড্রাইভার আজম গুম হয়েছে
আরো কে কে খুন হয়েছে, তার জন্য আমি দায়ী।
হ্যা, আমি দায়ী।
কারন, হাসিনার কোন এক মিছিলে আমি শামিল হয়েছিলাম
উচ্ছাসে উচ্চ কণ্ঠে বলেছিলাম
এই মুহূর্তে দরকার
শেখ হাসিনার সরকার...।
আমিই সব গুম আর হত্যার জন্য দায়ী।
আমি সমর্থন দেই বলেই তারা বারবার ক্ষমতায় যায়।
আমার সম্মতিতেই এরা আমার মাতৃভূমিকে ধর্ষন করে।
নিজের বাড়ীর জন্য, পুত্রের জন্য, পরপুরুষের জন্য।
সব গুম আর হত্যার জন্য দায়ী।
এ দায় একান্তুই আমার
আমার সমর্থিত কুলাঙ্গারদের নয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।