আমাদের কথা খুঁজে নিন

   

বালিকা-৩

দেখেছি রুপ বালিকার। পৃথিবীর শুরুতে। তারপর, হয়েছে সূচনা সভ্যতার। এখনো পাইনি খঁুজে আমি- রুপের রহস্য তার। কত ঝড় বয়ে গেছে।

কত প্রজন্মের হয়েছে পতন। কত প্রান হয়েছে বিলীন। আঁধারের আগমনে- কত আলো হয়েছে মলিন। রচিত হয়েছে কত বেহুলার পঁুথি। এসেছে ধরায় কত আসমানি বাণী- কত গদ্য, কত পদ্য লেখা হল তার তরে, গাথা হল কত সুর।

গাওয়া হল কত গীতি। মুছাতো গেলনা এখনো- বালিকার স্মৃতি। (শাহজাহান আহমেদ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।