আমাদের কথা খুঁজে নিন

   

কে বড় সুপ্রীম / হাইকোর্ট না সংসদ ?

আমার বড় জানতে ইচ্ছে করে আমাদের স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে সংসদের চাইতে কোর্টই বড় না হলে সব ব্যাপারে কোর্ট কেন নাক গলাবে ? সাগর-রুনির হত্যা নিয়ে রুল জারি করে এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়াই থামিয়ে দিয়েছে ? কেয়ার টেকার সরকার নিয়ে রোল জারি করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে । ৩৩ বিসিএস এর উপর রুল জারি করেছে সর্বষেশ বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের উপর রুল জারি করেছে । আমরা দেশের কোর্টগুলোতে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে আর এজন্য ল্ক্ষ লক্ষ মানুষ বড় কষ্টের মধ্যে আছে , সেদিকে কোর্টগুলোর দৃর্ষ্টি দেয়া উচিত বলে মনে করি । আপাত:দৃষ্টিতে মনে হচ্ছে দেশ কোর্ট চালাচ্ছে ? এ থেকে বের হয়ে আসা উচিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।